বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার সকালের রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বৌদ্ধ ভিক্ষুরা।
পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বৌদ্ধ ভিক্ষুরা ছাড়াও বৌদ্ধ দায়ক-দায়িকারা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শ্রীমৎ শীলপাল মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রত্নজ্যোতি মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি পৌর ও সদর উপজেলা শাখার সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের,রাঙামাটি সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক শুভদর্শী মহাথেরো, কাউখালী উপজেলা শাখার সভাপতি সুমনা জ্যোতি ভিক্ষু, শাসনা প্রিয় মহাথেরো, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা ও ইন্টু মনি তালুকদার।
মানবন্ধন চলাকালে পার্বত্য ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশ চলাকারে প্রতিবাদ সমাবেশে বৌদ্ধ নেতৃবৃন্দ, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু উঃ গাইন্দ্যা ভিক্ষুর হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি, অতীতের সকল ঘটনার তদন্ত ও যথাযথ বিচার ব্যবস্থা করা, সকল বৌদ্ধ বিহার ও ভিক্ষুদের নিরাপত্তা এবং ওই বৌদ্ধ বিহার কমিটিকে সরকারীভাবে অর্থিক সহায়তার দাবী জানান।
সমাবেশে বৌদ্ধ নেতারা বৌদ্ধ ভিক্ষু হত্যায় স্বজনরা জড়িত বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যে দিয়েছেন তার তীব্র সমালোচনা করে তার এ বক্তব্যে প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, গত ১৩ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী উপর চাক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ. গাইন্দ্যা(৭৫) ভিক্ষুকে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় মিনায়নমারের দুই নাগরিক জিয়া উদ্দীন(২৮), আব্দরি রহিম(২৯) এবং স্থানীয় বাসিন্দা হ্লামং চাক(৩) কে আটকের পর ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.