কাপ্তাইয়ে ঝুঁকির মধ্যে বসবাস করলেও জমির অভাবে বিপুল সংখ্যক জনগণকে পুর্নবাসন করা সম্ভব হচ্ছে না। ফলে জীবনের ঝুকিঁ নিয়েই নি¤œ আয়ের অনেক পরিবারকে পাহাড়ের পাদদেশে বসবাস করতে হচ্ছে। মঙ্গলবার কাপ্তাই উপজেলা রেষ্ট হাউজে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনারে বক্তারা একথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও তারিকুল আলম। প্রধান অতিথি ছিলেন ওয়াগ্গা ১৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, আমিনুর রশিদ কাদেরী, ওসি রঞ্জন কুমার সামন্ত।
বক্তব্য রাখেন পিআইও সুপ্তর্ষী সাহা, সাংবাদিক কাজী মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হাসান, রাঙামাটি ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক দিাদরুল আলম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আকতারসহ সাংবাদিক, হেডম্যান, শিক্ষক, বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি,সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আরো বলেন, দুর্যোগ নির্মুল করা সম্ভব নয়, তবে দুর্যোগ প্রতিরোধ সম্ভব। কারন প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে এগিয়ে রয়েছে। এজন্য জনগনকে সচেতন হতে হবে। নইলে সরকার যতই অর্থ ব্যয় করুক এর সুফল পাওয়া যাবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.