সোমবার খাগড়াছড়ি সদরের কমলছড়ি ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ির একটি বেসরকারী কনভেনশন সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভার উদ্ধোধন করেন কমলছড়ি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাগরময় তালুকদার। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক জীমূত বাহন চাকমা। উপস্থিত ছিলেন এ এল সি টিমের আহ্বায়ক নিরাপদ তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরত্ন চাকমা, কারিতাসের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা কিশোর ত্রিপুরা,প্রজেক্ট হিসাবরক্ষক সুইচিং মারমা,কমিউনিটি ডেলাভমেন্ট এনিমেটর দীপক খীসা। অনুষ্ঠানে শেষে শিশু শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, কমলছড়ি ক্রেডিট ইউনিয়ন ২০১১ সালে ২৪ টি সমিতি নিয়ে এ ক্রেডিট ইউনিয়ন গঠিত হয়।এ সমিতির মূল মন্ত্র হচ্ছে নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে নিজেদের কল্যানে ব্যয় করা । এ কাজে তাদের সার্বিক সহযোগিতা করে থাকে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.