সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচার্রীদের বাৎসরিক কর্মসম্পাদন এবং উদ্ভাবনী উদ্যোগের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সচিব ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মনজুরুল আলম সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, ইউনিসেফ চট্টগ্রামের চীফ ফিল্ড অফিসার মাধুরী ব্যানার্জী।
অনুষ্ঠান শেষে ২০১৫-২০১৬ অর্থ বছরের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের উদ্ভাবনী উদ্যোগের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম সমন্বিত উন্নয়ন প্রকল্পকে কর্মসূচীতে রূপান্তরের উদ্যোগ নেয়ার জন্য উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে। এই প্রকল্প এতদিন যেভাবে চলে এসেছে তার অনেকগুলো দিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.