সোমবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জুরাছড়ি জেলা পরিষদ বিশ্রামাগার সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য বন বিহারী চাকমা, উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা বিজয়গিরি চাকমা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন কান্তি চাকমা। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদেরকে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ থাকাকালীন মৎস্য শিকার থেকে বিরত থাকতে ও মাছের সুষ্ঠু এবং প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি এবং উৎপাদন বাড়াতে জেলে ও মৎস্য চাষীদের এগিয়ে আসার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.