রাঙামাটির বিলাইছড়ি জোনে হেডম্যান ও কার্বারীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়।
সোমবার বিলাইছড়ি জোনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলাইছড়ি জোন কমান্ডার ও ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে.কর্ণেল শেখ আব্দুল্লাহ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা,বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মঞ্জুরুল আলম মোল্লা,বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান অমরজীব চাকমা ও ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিলাইছড়ি জোনের উপ অধিনায়ক মেজর সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে নিরাপত্তা পর্যালোচনা,সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন,এনজিও কর্মকান্ড,চোরাচালান রোধ,মাদকদ্রব্য পরিহারসহ ইত্যাদি বিষয়ে বক্তব্য দিয়ে মতামত দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া,হেডম্যান সমিতির সভাপতি শান্তি বিজয় চাকমা ও হেডম্যান রমাকান্ত আমু প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় তিন ব্যক্তিকে গৃহ নির্মাণ,চিকিৎসা ও উচ্চ মাধ্যমিক শ্রেণির বই কেনার জন্য আর্থিক অনুদান প্রদান করেন জোন কমান্ডার।
সম্মেলনে এলাকায় শান্তি,শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে জোন কমান্ডার লে.কর্ণেল শেখ আব্দুল্লাহ বলেন,ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ ও সুন্দর রাখার লক্ষ্যে সুখী সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে। তাই অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে জোনকে সর্বোত্তমভাবে সহায়তা প্রদান করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.