বৃহস্পতিবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া সেনা বাহিনীর উদ্যোগে স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জুরাছড়ি জোন সদর দপ্তরের ব্যায়মাগার মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল কেএম ওবাদুল হক পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন বিদায়ী জোন অধিনায়ক লেঃকর্ণেল মেজবা উল ইসলাম খান পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, মেজর সৈয়দ তানভীর ছালেহ, মেজর মরশেদ, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ সিদ্দিকি পিপিএমসহ ক্যাম্পের কর্মকর্তা,নব-নির্বাচিত জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত-সাধারণ ওয়ার্ড সদস্য, স্থানীয় হেডম্যান, কাব্বারীসহ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় উা শেষে বিদায়ী জোন অধিনায়কের পক্ষ থেকে ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্লাস কক্ষের জন্য বৈদুতিক পাকা বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল কেএম ওবাদুল হক বলেন, পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ ও উন্নয়নের ধারা অবহ্যত রাখতে সেনা বাহিনী কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারী চাঁদাবাজ, সন্ত্রসী গোষ্ঠীদের কোন অবস্থা ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, এলাকায় প্রশাসনের নাকের দোকায় চাঁদাবাজি করবে সেনা বাহিনী চুপচাপ করে ক্যাম্পে বসে থাকবে না। সুতরাং এলাকায় সাধারন মানুষদের সর্বময় নিরাপত্তা নিশ্চিত করতে সেনা বাহিনী অতীতে এবং বর্তমানেও কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.