বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন উপলক্ষে শনিবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারেক্ট ক্লাব রাঙামাটি শাখার উদ্যোগে মুজাদ্দেদই আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। রাঙামাটি রোটারেক্ট ক্লাবের সভাপতি রোটারেক্টর মোঃ আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, মুজাদ্দেদ ই আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল আমিন পাটোয়ারী, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক আবু সাদৎ মোঃ সায়েম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন আমাদের জীবনে বৃক্ষের অবদান অসামান্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের প্রয়োজনীতা রয়েছে।পানিই জীবন কিন্তু পানি ছাড়া আমরা কয়েক ঘন্টা থাকতে পারলেও অক্সিজেন ছাড়া এক মিনিট থাকতে পারবো না। আর আমাদের জীবন বাঁচার অক্সিজেন দেয় বৃক্ষ।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক বলেন,দেশের ১৬ কোটি মানুষ যদি বছরে একটি করে গাছ লাগায় তাহলে দেশে গাছের সংখ্যা দাঁড়াবে ১৬ কোটি। আমাদের দেশে ২৫ ভাগ বৃক্ষের প্রয়োজনীয়তা থাকলেও মাত্র ১০ ভাগ বৃক্ষ রয়েছে। এজন্য আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.