রাঙামাটির বরকলে মঙ্গলবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালীর আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইড ও বয় স্কাউটের উদ্যোগে বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাবুব আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে অনানর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা প্রকৌশল বিভাগের মৃনাল কান্তি চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গার্লস গাইড বয় স্কাউটস ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাবুব আলমের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হলে বিদ্যালয়ে গিয়েশেষ হয়।
--হিলিিড২৪/সম্পাদনা/সিআর.