রোববার রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিলাইছড়ি জোনের হেডকোয়ার্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লে.কর্ণেল শেখ মো.আব্দুল্লাহ।
জোনের উপ-অধিনায়ক মেজর সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকরামুল ইসলাম,বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মঞ্জুরুল আলম মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম,সাবেক উপজেলা চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া,বিলাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি জসীম উদ্দিন তালুকদার,ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও চেয়ারম্যান অমর জীব চাকমা প্রমুখ।
সভায় ইঞ্জিন চালিত বোট ও মোটরযান নিবন্ধন, জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে ক্যাম্পে আইডি কার্ড প্রদর্শন, কাঠ পাচার রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বাল্য বিবাহ রোধে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভূমিকা রাখা, স্থানীয় পর্যায়ে পার্ক নির্মাণে উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক ব্যবস্থা নেওয়া,জোন কমান্ডার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন, অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া, এনজিও কর্তৃক সকল জনগোষ্ঠীর মাঝে প্রকল্প সমানভাবে সম্পাদনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা এবং দুর্গাপূজা উদযাপনের জন্য স্থানীয় হিন্দুসম্প্রদায়ের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জোন কমান্ডার।
সভাপতির বক্তব্যে বিলাইছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল শেখ মো.আব্দুল্লাহ বলেন,অন্যায়ভাবে জনগণকে কষ্ট দেওয়ার অধিকার কারো নেই। ব্যক্তি স্বার্থের জন্য কেউ রাজনৈতিক স্বার্থ ব্যবহার করবেন না। জনদুর্ভোগ কমিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত হলে ভবিষ্যত প্রজন্মকে শিক্ষিত করার জন্য এলাকায় কলেজ প্রতিষ্ঠা সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.