খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর উন্নয়নে উদার। তাই তার সরকার পাহাড়ে বসবাসকারীদের মধ্যে থাকা প্রচীর ভেঙ্গে দিয়ে পার্বত্য শান্তি চুক্তি করেছেন। ফলে এ পাহাড়ে বর্তমানে শান্তির সুবাতাস বইছে।
তিনি আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তিকে বাঁধা গ্রস্ত করতে অনেকে চেষ্টা করলেও সকলের চেষ্টা ও আন্তরিকতা থাকায় তা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮ ধারা উপধারা বাস্তবায়িত হয়েছে। শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের আন্তরিকতা থাকলে চুক্তি বাস্তবায়ন এ সরকার আমলেই হবে।
তিনি বলেন, সকলের স্বার্থ সম্মুনত রেখে পাহাড়ে ভূমি আইন প্রণয়ন করা হয়েছে। সকল সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করতেই এ ভূমি আইন সংশোধন করা হয়েছে।
তিনি পার্বত্য জেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বার বার আওয়ামীলীগকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান।
সোমবার দুপুরে দীঘিনালার বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে নিমার্ণাধীন তয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবু ছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মিসেস এমপি মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা, সতিশ চাকমা,শতরূপা চাকমা, নিগার সুলতানা, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: আবুল কাশেম, উপজেলা চেয়ারম্যান নব কোমল চাকমা প্রমূখ।
এর আগে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ২০ লক্ষ টাকা ব্যয়ে বাবুছড়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর,৬০ লক্ষ টাকা ব্যায়ে বাবুছড়া বৌদ্ধনীতি বিহারে ভিক্ষু নিবাস এর ভিত্তি প্রস্তর স্থাপন,৮০ লক্ষ টাকা ব্যায়ে বাবুছড়া মূখ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্ভোধনসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্ভোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ২০২১ সালের মধ্যে এ দেশ নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হবে। তাই দেশকে আরো এগিয়ে নিতে বর্তমানে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন ২০৪১ সালের। এ জন্য সকলে মিলে কাঁদে কাঁদে মিলয়ে উন্নয়নের ধারাবাহিকতাকা অব্যাহত রাখতে সকলের সহযোহিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.