সরকারের সাফল্য,উন্নয়ন এবং ভাবনা বিষয়ে জনগনকে সম্পৃক্ত করার লক্ষে সোমবার কাপ্তাইয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই তথ্য অফিসের বছর ব্যাপী কর্মসুচির অংশ হিসাবে ৪ নং কাপ্তাই ইউনিয়নের ১১৯ নং ভাইজ্যাতলী মৌজার হরিনছড়া গ্রামে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।
৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, সিনিয়ার মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কৃ্ষি কর্মকর্তা টিপু সুলতান, মৌজার হেডম্যান থোয়াই অং মার্মা,যুব উন্নয়ন কর্মকর্তা হিলালুজামান এবং কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন।
সমাবেশের শুরুতে কাপ্তাই তথ্য কর্মকর্তা মো হারুন আগত সকলকে সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। ভাইজ্যাতলী মৌজার বিভিন্ন দুর্গম এলাকা থেকে মহিলারা সমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম মহিলাদেরকে দেশের উন্নয়নে আরোও সম্পৃক্ত হবার আহবান জানান।
--হিণবিডি২৪/সম্পাদনা/সিআর.