বৃহস্পতিবার বালুখালী ইউনিয়নের কেইল্ল্যামুড়া কালী মন্দিরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে বাদ্যযন্ত্র, হারমনিয়াম ও গজিনা (শ্রী খোল) প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ কার্যালয়ে পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা কেইল্ল্যামুড়া কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন ত্রিপুরা ও সাধারণ সম্পাদক রূপায়ন ত্রিপুরার হাতে বাদ্যযন্ত্রগুলো তুলে দেন।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজল চাকমা চম্পা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তপন বড়–য়াসহ ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা উপস্থিত ছিলেন।
বাদ্যযন্ত্র প্রদানকালে পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ যাতে তার নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে সে লক্ষ্যে সবসময় সহযোগিতা দিয়ে চলেছে। তারই অংশ হিসেবে কেইল্ল্যামুড়া কালী মন্দিরে সনাতনী সম্প্রদায়ের মানুষের জন্য পরিষদ থেকে এ সহযোগিতা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.