জুরাছড়িতে সম্প্রতি টানা বর্ষনের কারণে পাহাড়ী ঢলে বাড়ী-ঘর তলিয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জুরাছড়ি উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রির্সোস সেন্টারে ইন্সেক্টেটর মোঃ মরশেদুল আলম, মৈদং ইউপি সচিব সুমন চাকমা, জুরাছড়ি ২নং ওয়ার্ড সদস্য রিকো চাকমা, সাবেক মৈদং ইউপি চেয়ারম্যান বিরঙ্গ লাল চাকমা।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্থ জুরাছড়ি ইউনিয়নের ২৭, বনযোগীছড়া ২৩, মৈদং ১০ ও দুমদুম্যা ১০ পরিবারের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সম্ভব হবে বাড়ীর আসবাবপত্র ও মূল্যবান সম্পদ রক্ষা করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.