• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

রাঙামাটিতে এমএন লারমার ৩৩তম মৃত্যবার্ষিকীর স্মরণ সভায়
পার্বত্য চুক্তির যথযাথ বাস্তবায়নে যুব সমাজকে আন্দোলন সংগ্রামের এগিয়ে আসার ডাক দিলেন সন্তু লামা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2016   Thursday

মহান নেতা এমএন লারমা আদর্শকে ধারন করে পার্বত্য চুক্তির যথযাথ বাস্তবায়নে যুব সমাজকে আন্দোলন সংগ্রামের এগিয়ে আসার ডাক দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।

 

সন্তু লারমা  অভিযোগ করে বলেন, সরকারের একটি অংশের উগ্রজাতীয়তাবাদ ও তার সাথে উগ্র ইসলামিক সাম্প্রসারণবাদ যুক্ত হয়ে পার্বত্য চুক্তি যাতে বাস্তবায়ন হতে না পারে সেই যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমএন লারমাকে যারা হত্যা করেছিল সেই উত্তরসুরিরা ও সেই পক্ষের শক্তিরা আজও পার্বত্য চট্টগ্রামের বুকে সক্রিয় রয়েছে। তারা আত্ননিয়ন্ত্রনাধিকার আন্দোলনকে গলাটিপে হত্যা করে পার্বত্য চুক্তিকে পদদলিত করে জুম্মজনগনের আশা-আকাংখাকে ধুলিসাৎ করার উদ্যাত রয়েছে।

 

তিনি অভিযোগ করে আরো বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার তথা শাসকগোষ্ঠী সততার অধিকারী নয়। ফলে ১৮ বছর অতিবাহিত হলেও পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন হতে পারেনি। পাশাপাশি সকল ক্ষেত্রে উগ্রজাতীয়তাবাদ,ইসলামী সম্প্রসারণবাদের চিন্তাভাবনা এবং শাসকগোষ্ঠীর উপনেবিশক মনমানসিকতার কারণে পার্বত্য চুক্তি বাস্তবায়নকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। একই সাথে পার্বত্য চট্টগ্রাম বুকে চলছে জুম্ম জনগণের অস্তিত্বকে চিরতরে বিলুপ্ত করার ষড়যন্ত্র। 

 

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ মানবেন্দ্র নারায়ন লারমার(এমএন লারমা) ৩৩ তম মৃত্য বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সন্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি শিল্পকলা মিলায়তনে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  জেলা শাখার সভাপতি সূবর্ণ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃাত রঞ্জন চাকমা, শিক্ষাবিদ মংসানু চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মহিলা বিষয়ক সম্পাদক কল্পনা চাকমা, সাংস্কৃতি কর্মী শিশির চাকমা । বক্তব্যে রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের  কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন আনন্দ জ্যোতি চাকমা। অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে সংগ্রামে নিহতদের উদ্দেশ্য দাড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

 

এর আগে শিল্পকলা একাডেমী চত্বরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন সন্তু লারমা,চাকমা রাজা দেবাশীষ রায়সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।  সকাল ৮টায়  জেলা শিল্পকলা একাডেমী চত্বর  থেকে বনরুপা এলাকা পর্ষন্ত  বের করা হয় প্রভাতফেরী। এতে সর্বস্তরের লোকজন অংশ নেন। বিকালে আয়োজন করা হয় কতিবা পাঠের আসর, হাজার বাতি প্রজ্জ্বালন ও ফানুস বাতি উড়ানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন,পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো অবাস্তবায়িত থাকে তাহলে পার্বত্য চুক্তি যথায়ত বাস্তবায়িত হয়েছে বলে বলা যাবে না। এখানে পার্বত্য চুক্তিুর মৌলিক বিষয়ের মধ্যে যতক্ষন পর্ষন্ত পার্বত্য আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদের ভূমিকা ও যথাযথ প্রতিপালন, জুম্ম শরনার্থী  এবং অভ্যন্তরীন উদ্ধাস্তুদের যথাযথ পূনর্বাসন এবং ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনসহ এই চারটি বিষয়গুলো বাস্তবায়ন হতে না পারে। যতই ১শ অথবা ৭০ শংতাংশ বা ৯০ শতাংশ বলা হয় তাহলে পার্বত্য চুক্তির বাস্তবায়ন অর্থহীন। তাই চুক্তি বাস্তবায়ন না হওয়াতে আমাদের আন্দোলন সংগ্রাম করে যেতে হচ্ছে। যাতে বাংলাদেশ সরকার আক্ষরিক অর্থে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে। তিনি নারী, যুব সমাজ ও জুমিয়া সমাজকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের পক্ষে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার গুরুত্বারোপ করেন।

 

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ব্যাপারে নাগরিক সমাজ ভূমিকা রাখতে পারে মন্তব্য তিনি আরো বলেন, পার্বত্য ভূমি কমিশন পার্বত্য চট্টগ্রামের আইন প্রথা রীতিনীতি আলোকে বিচারিক প্রথা ভূমিকা রাখতে পারে।  এ ব্যাপারে হেডম্যান কারবারী,আইনজীবি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের কাছে আইন  প্রথা রীতিনীতি সম্পষ্ট হতে হবে। কারণ আইনের সাথে প্রথা ও রীতি একই নয়। প্রথা ও রীতি কোন কোন সময়ে  গোত্রকে অনুসরণ করে থাকে। তবে চাকমা সার্কেলসহ পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার কমিটি ও হেডম্যান নেটওয়ার্ক আইন প্রথা রীতিনীতি বিষয়ে জনসাধারনকে জ্ঞান ও অভিজ্ঞতা লাভের ব্যাপারে যথাযথ ভূমিকা পালনের কাজ করছে। তবে এ জন্য সকলের সহযোগিতা কাম্য এবং আশা করবো সর্বস্তরের জনগণ এগিয়ে আসবে। যাতে মানুষ সচেতন হয় এবং যথাযথভাবে লিখিতভাবে, মৌখিকভাবে প্রমাণ নিয়ে ভূমি কমিশনের কাছে আসতে পারে। যাতে ভূমি কমিশন নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে তার কাজ করতে পারে। 

 

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীরা হামলা চালিয়ে সাবেক সাংসদ এমএন লারমাসহ তার ৮সহযোগীকে হত্যা করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ