সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে রাঙামাটিতে মঙ্গলবার ধর্মঘট পালিত হয়েছে।
ধর্মঘট চলাকালে রাঙামাটি শহর থেকে কোন দুরাপাল্লার গণ পরিবহন ছেড়ে যায়নি। ধর্মঘট সমর্থনে রাঙামাটি শহরের অন্যতম গণ পরিবহন সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ ছিল। এতে অফিসগামী থেকে সাধারণ লোকজন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ধর্মঘটের কারণে শহরের অনেক স্কুলে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষা স্থগিত রাখতে হয়েছে।
উল্লেখ্য, গেল সোমবার চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ নয় দফা দাবি আদায়ের আহ্বানে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষনা দেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.