• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    বরকলে ছোট হরিণা জোনের উদ্যোগে সহায়তা প্রদান                    হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা                    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন                    রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা সেনাবাহিনী                    নানিয়ারচরে নৌকা ডুবিতে নিখোজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার                    লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু                    বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার                    ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক                    খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় রাঙামাটির এনসিপির নিন্দা ও প্রতিবাদ                    গুইমারায় নিহত ৩জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর,১৪৪ ধারা বলবৎ                    রাঙামাটিতে রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়                    খাগড়াছড়ির উদ্ভূতপরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান-পার্বত্য উপদেষ্টা                    পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    শুক্রবার পর্দা উঠছে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট                    খাগড়াছড়িতে জুম্ম শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    
 
ads

রাঙামাটিতে আদিবাসী গ্রন্থ মোড়ক অনুষ্ঠানে
কাপ্তাই বাঁধ জুম্ম জনগণের মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছিল-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2017   Sunday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) কাপ্তাই বাঁধ জুম্ম জনগণের মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছিল উল্লেখ করে বলেছেন, ১৯৬০ সালের কাপ্তাই বাধেঁর কারণে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বধিঞ্চু অঞ্চল জলমগ্ন হয়ে যায়। তখন সমগ্র পার্বত্যঞ্চলের জীবন ধারার উপর বিপর্যয় নেমে আসে। তারপরও সেই বিপর্যয়ের সাথে মুখোমুখি হয়ে সমস্ত জুম্ম জাতি আরো আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে।


রোববার রাঙামাটিতে আদিবাসী কবি ও সাহিত্যিক প্রমোদ বিকাশ কারবারীর চাকমা (ফেলাজেয়া চাকমা) কাব্যগ্রন্থ ও আদিবাসী ব্যক্তিত্বদের জীবন কাহিনী গ্রন্থের মোড়ক উন্মোচনকাল তিনি এ কথা বলেন।


উল্লেখ্য, চাকমা ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজীতে অনুবাদ করা আদিবাসী কাব্যগ্রন্থ কিযিঙৎ পুগোবেল পার্বত্য চট্টগ্রামে এটাই প্রথম। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ২২জন আদিবাসী ব্যক্তিত্বের যারা বিশেষ অবদান রেখেছন তাদের জীবন কাহিনী নিয়ে লেখা আলোর পথ দেখালো যারা গ্রন্থটিও পার্বত্য চট্টগ্রামের প্রথম গ্রন্থ।  এ দুটি গ্রন্থের প্রকাশক হচ্ছেন ইন্টু মনি তালুকদার এবং রেগা প্রকাশনী থেকে প্রকাশিত।


সন্তু লারমা আরো বলেন, এই দুটি গ্রন্থে পার্বত্য চট্টগ্রামের সমগ্র জীবন ধারা, দর্শন ও অধিকারের বাস্তবতার কথা ফুটে উঠেছে। পাশাপাশি এ দুটি গ্রন্থের মাধ্যমে জীবনকে উজ্জীবিত করে জুম্ম জনগণের স্বাধিকার,অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক কিছু খুজে পাওয়া যাবে। এ দুটি গ্রন্থ পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ও ইতিহাসের বিষয়ে বর্তমান তরুন প্রজন্মেও কাছে উপকারে আসবে।


শহরের শাবারাং রেষ্টুরেন্টে আয়োজিত সাবেক উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। এতে বক্তব্যে রাখেন কবি শিশির চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন গ্রন্থের লেখক প্রমোদ বিকাশ কারবারী(ফেলাজেয়া চাকমা)। অনুষ্ঠানে আদিবাসী সাহিত্যিক, কবিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শুরুর আগে চাকমা কাব্যগ্রন্থ কিযিঙৎ পুগোবেল ও আদিবাসী ব্যক্তিত্বদের জীবন কাহিনী গ্রন্থ আলোর পথ দেখালো যারা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সন্তু লারমা। অনুষ্ঠান শেষে প্রমোদ বিকাশ কারবারী(ফেলাজেয়া চাকমা) তার স্বরচিত কবিতা পাঠ করে শুনান।


সন্তু লারমা তার বক্তব্যে আক্ষেপ করে বলেন, রাঙামাটির স্বভাব,চরিত্র, সৌন্দর্য্য ও তার বাস্তবতা আজকে হারিয়ে গেছে। আজকে রাঙামাটি মনে হয় আমার রাঙামাটি নয়। এই রাঙামাটি আজকে আগের মত আর নেই।


চাকমা জাতির বীর যোদ্ধা ও সেনাপতি রনু খান ব্রিটিশদের সাথে সর্বোচ্চ দিয়ে লড়াই করেছেন এবং আত্নসর্মপণ করেননি এই গ্রন্থে বলা হয়েছে তার উল্লেখ করে তিনি রনু খানের মত প্রত্যেক জুম্ম জাতির নর-নারীকে কোন দিনই পরাজয় বরণ না করে নিজেদের অধিকারের জন্য আরো বেশী সক্রিয় হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ