• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    
 
ads

জুন্ম জনগনের অস্তিত্ব রক্ষায় ও আত্ননিয়ন্ত্রনাধিকার আদায়ের লক্ষে কঠিন আন্দোলনের আহ্বান সন্তু লারমার ।

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2014   Monday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগনের অস্তিত্ব আজ ধ্বংসের চরম আকারে পৌঁছেছে। শাসক গোষ্ঠী পার্বত্য চুক্তির ১৭ বছরেও চুক্তির যথাযথ বাস্তবায়নে এগিয়ে আসেনি। পার্বত্য চুক্তি বাস্তবায়নের নামে শাসক গোষ্ঠী একের পর এক চুক্তি বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  তিনি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুন্ম জনগনের অস্তিত্ব রক্ষায় ও  আত্ননিয়ন্ত্রনাধিকার আদায়ের লক্ষে আরও  কঠিনতর আন্দোলন-সংগ্রামে সামিল হওয়ার জন্য সবা্ইকে আহ্বান জানান। সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এবং সাবেক সাংসদ প্রয়াত মানবেন্দ্র নারায়ন লামার(এমএন লারমা) ৩১ তম মৃত্যূ বার্ষিকী উপলক্ষে অয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন। জেলা শিল্পকলা মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখা ও এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। বিশেষ আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য স্নেহ কুমার চাকমা, এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী রনজিত দেওয়ান, লেখক ও কবি শিশির চাকমা ও সাবেক বেতার শিল্পী তৃপ্তিরাণী তালুকদার। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বল  ও ফানুস বাতি উড়ানো হয়। সন্তু লারমা আরও বলেন, চার কুচক্রী গিরি-প্রকাশ-দেবেন-পলাশ নেতৃত্বে বিভেদপন্থীরা জুম্মজনগনের অস্তিত্ব বিলোপ এবং জনসংহতি সমিতির নেতৃত্বকে চিরতরে ধ্বংস করে দিতে প্রয়াত মহান নেতা এমএন লারমাকে হত্যা করেছিল। এর পিছনে বিদেশী ষড়যন্ত্রসহ শাসক গোষ্ঠীর একটি অংশ হাত ছিল। এই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তাই সবাইকে এ ব্যাপারে আরও অধিকতর সজাগ থাকতে হবে। ১৯৮৩ সালের ১০ নভেম্বর এমএন লারমাকে হত্যকারী বিভেদপন্থী ও চুক্তিবিরোধী ইউপিডিএফ একই যোগসুত্র রয়েছে  উল্লেখ করে সন্তু লারমা বলেন, ইউপিডিএফের প্রসিত খীসা, সংস্কারপন্থী রুপায়ন দেওয়ান-সুধাসিন্ধু খীসা তাতিন্দ্র লাল চাকমা সাথে এমএন লারমা হত্যকারীদের যে যোগ সূত্র রয়েছে তা পরিস্কার। তাই তাদের ব্যপারে অধিক সর্তক থাকতে হবে। ইউপিডিএফ ও সংস্কার পন্থীরা পার্বত্য চট্টগ্রামের জনগণকে জিস্মি করে কোটি কোটি টাকা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। ইউপিডিএফ গত ১৭ বছরে জনসংহতি সমিতির ৯১ জন সদস্যসহ দুই শতাধিক লোককে হত্যা করেছে। সন্তু লারমা বলেন, ২০০৭ ও ২০০৮ সালে জনসংহতি সমিতির একটি অতি ক্ষুদ্র অংশ রুপায় দেওয়ান-সুধাসিন্ধু খীসা-তাতিন্দ্র লাল চাকমার সরকারের সাথে আতাঁত করে পার্বত্য চুক্তিকে ভিন্নখাতে প্রবাহিত করতে হাত মিলিয়েছে। তাই গিরি-দেবেন-প্রকাশ-পলাশ, ইউপিডিএফ ও সংস্কার পন্থীদের মধ্যে কতটকু সম্পর্ক রয়েছে তা জেনে নেয়া অত্যন্ত জরুরী। তিনি বলেন, তিন পার্বত্য জেলা পরিষদ দুর্নীতিগ্রস্থ ও চুক্তি বিরোধী কাজ করে যাচ্ছে। চাকুরীর ক্ষেত্রে ঘুষ নেয়া হচ্ছে। তিন পার্বত্য জেলা প্রশাসকরা সেই ১৯০০ সালের ক্ষমতা প্রয়াগ করে চলেছে। সন্তু লারমা আরও বলেন, মহান নেতা  এমএন লারমা যুব বয়স থেকে পার্বত্য চট্টগ্রাম জুম্ম জনগনের আতœনিয়ন্ত্রনাধিকার  আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম শুরু করেছিলেন। যুব বয়সে কাপ্তাই বাঁেধর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। কিন্তু সেই সময়ের শাসক গোষ্ঠীর নির্যাতনের ভয়ে সুশীল সমাজ থেকে শিক্ষিত সমাজ এগিয়ে আসেননি। আন্দোলনের বিরোধিতা করেছিল। তিনি বলেন, মহান নেতা এমএন লারমা অমৃত্যু পর্ষন্ত আন্দোলন করে গেছেন। তার এই বিপ্লবী আদর্শ ও স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে জুম্ম জনগনের  আত্ননিয়ন্ত্রনাধিকার আদায়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে আরও বেশী করে সামিল হতে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ