বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমা (এম এন লারমা)‘র ৩১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বান্দরবান জনসংহতি সমিতির কার্যালয় থেকে একটি শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জনসংহতি সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেএসএস নেতা উচসিং মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন), লয়েল ডেভিট বম, জুয়ামলিয়ান আমলাই, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী ওয়াইচিংপ্রু মারমা, দেনদোহা জলাইসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকালে শহরের জেলা কার্যালয়ে স্থাপিত এমএন লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.