• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    
 
ads

তিন দশকে কাপ্তাইয়ের ৭টি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2017   Saturday

একে একে বন্ধ হয়ে যাচ্ছে শিল্পাঞ্চল হিসাবেখ্যাত কাপ্তাই উপজেলার বিভিন্ন শিল্প কারখানা। গেল তিন দশকে কাপ্তাইয়ের কমপক্ষে সাতটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বর্তমানে উপজেলায় যে ক’টি শিল্প কারখানা চালু রয়েছে সেগুলোও নানা সমস্যার বেড়াজালে হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। ফলে কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।

 

সূত্র জানায়, ১৯৬০ সালে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরপরই ১৯৬৫ সালে কাপ্তাই এলাকাকে শিল্প জোন হিসেবে ঘোষনা করা হয়। পার্বত্যাঞ্চলের বিস্তৃত বনভুমি ও বৃক্ষরাজির বিশাল ভান্ডার কাঁচামালের অফুরন্ত উৎস হিসাবে এ এলাকায় কাঠ ও বাঁশ ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠতে থাকে। ক্রমেই এ এলাকায় শিল্প বিপ¬ব ঘটে। গড়ে ওঠে কাপ্তাই কর্ণফুলী কাঠ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ইউনিট, কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপে¬ক্স, ইস্টার্ন টিম্বার লিমিটেড, শীলছড়ি ইস্টান টিম্বার এ্যান্ড প্লাইউড ইন্ডাস্ট্রিজ কোম্পানী লিমিটেড, লেমউড লিমিটেড ইত্যাদি অসংখ্য ছোটবড় বেসরকারি শিল্প কারখানা। অবশ্য এসব শিল্প কারখানা ও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আগেই ১৯৫৩ সালে একসময়ের এশিয়ার বিখ্যাত কর্ণফুলী কাগজকল এবং কর্ণফুলী রেয়ন এন্ড কেমিক্যালস্ লিমিটেড স্থাপিত হয়। এছাড়া কর্ণফুলী পেপার ও রেয়ন মিল স্থাপনের উদ্দেশ্যে চন্দ্রঘোনা এলাকায় সর্বপ্রথম স্বয়ংক্রিয় মেশিনে ইট তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করা হয়।


সূত্র আরো জানায়, কাপ্তাই হ্রদ পথে যোগাযোগ সৃষ্টি এবং দূর্গম পাহাড়ি এলাকা হতে যান্ত্রিক ও প্রাকৃতিক উপায়ে আহরণকৃত কাঠ, বাঁশ কারখানা গুলোর কাঁচামাল হিসেবে যোগান দেওয়াসহ কারখানায় নিয়োজিত মানুষের পদভারে কাপ্তাই পরিনত হয় কর্মচঞ্চল এলাকায়। কাপ্তাই এলাকায় গড়ে ওঠা কাঠভিত্তিক শিল্প-কারখানাগুলোর উৎপাদিত পণ্যসামগ্রী এবং বাঁশ ও গাছ ভিত্তিক কর্ণফুলী পেপার মিলের কাগজসহ রেয়ন মিলে উৎপাদিত পণ্য জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। পাকিস্তান আমলে বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী নিয়ে কলকারখানাগুলো পুরোদমে চালু এবং ব্যাপক হারে মুনাফা অর্জনে সক্ষম হয়।


কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর হতে নানা অনিয়ম, বিশৃংঙ্খল পরিস্থিতি সৃষ্টিসহ প্রশাসনিক অদক্ষতা, অসহযোগিতার কারণে এসব কারখানায় নানান সমস্যা দেখা দেয়। লোকসানি প্রতিষ্ঠান হিসাবে অথবা তৎকালীন সরকারি ভ্রান্তনীতির কবলে পড়ে একে একে শিল্প কারখানা গুলো বন্ধ হতে থাকে। আশির দশকে শীলছড়িতে অবস্থিত একেখান প্লাইউড লিমিটেড, ইস্টার্ন টিম্বার এ্যান্ড প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রুবিপ-াইউড লোকসানের কারণে বন্ধ হয়ে যায়।


সূত্র মতে, ১৯৯২-৯৩ সালে চন্দ্রঘোনায় অবস্থিত স্বয়ংক্রিয মেশিনে ইট তৈরির কারখানাটি অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০০২ সালের ১৫ ডিসেস্বর বিগত জোট সরকারের আমলে কর্ণফুলী রেয়ন এন্ড কেমিক্যালস্ (কেআরসি) লিমিটেড বন্ধ করে দেওয়া হয়। ২০০৪ সালের ৩১ মার্চ কাপ্তাই বিএফআইডিসির আওতাধীন সংগ্রহ ও বিক্রয় প্রতিষ্ঠান (পিএসও) প্লে-অফের মাধ্যমে বন্ধ হয়ে যায়। ২০০৫ সালের ৩১ মার্চ বিএফআইডিসির নিয়ন্ত্রণাধীন কর্ণফুলী কাঠ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ইউনিটকে পে-অফের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এ সমস্ত শিল্প কারখানা বন্ধ করে দেওয়ার পর বছরের পর বছর ধরে অযত্নে-অবহেলায় পড়ে থাকা শত শত কোটি টাকা মূল্যের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক যন্ত্রাংশ চোরাইপথে পাচার হয়ে যাবারও অভিযোগ রয়েছে। শিল্পাঞ্চল কাপ্তাই উপজেলার বিভিন্ন কলকারখানা বন্ধ হওয়ার সাথে সাথে হাজার হাজার শ্রমিক কর্মচারীও বেকার হয়ে পড়েছে।


সূত্র জানায়, বর্তমানে উপজেলায় যে কয়টি শিল্প কারখানা চালু রয়েছে সেগুলোও নানা সমস্যার বেড়াজালে হুমকির সম্মূখীন হয়ে পড়ছে। এর মধ্যে বাংলাদেশ টিম্বার এন্ড প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুটি ইউনিটে বর্তমানে কাঁচামালের তীব্র সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশ টিম্বার এন্ড প্লাইউড  ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুটি ইউনিটে বর্তমানে কাঁচামালের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা মত কাঠ আহরণের প্রয়োজনীয় কূপ বরাদ্দ না পাওয়ায় কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) কোন মতে চলছে।


এলপিসির ব্যবস্থাপক প্রকৌ: মোস্তাক আহম্মদ জানান, চাহিদা মত কূপ বরাদ্দ পাওয়া গেলে এটি দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। কর্ণফুলী পেপার মিলে বর্তমানে অর্থ সংকটের কারনে প্রতিষ্ঠানটিও মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তবে বর্তমান সরকার কেআরসি লিঃ এর অবকাঠামো ঠিক রেখে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও কেপিএমকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করতে সৌদি আলরাজি কোম্পানীর সাথে ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষর করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ