• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পথ নাটক প্রদর্শিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2017   Sunday

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের দুশ্চিন্তা ও  মানসিক ভয়-ভীতি দুর করতে ‘আমার পাহাড় আমার ঘর ’ নামের পথ নাটক রোববার প্রদর্শিত হয়েছে।

 

ত্রিশ মিনিটের প্রদর্শিত এ নাটকে গেল ১৩ জুন রাঙামাটিতে ঘটে যাওয়া ভয়াবহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ও বিপর্যস্ত মানুষের মনোসামাজিক সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া যারা আপনজন হারিয়ে, গৃহহীন হয়েছেন এবং সেই রাতের দূঃসহ স্মৃতি নিয়ে ভয়-দুঃশ্চিন্তা-আতংকের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের চিত্র উপস্থাপন করে মানসিকভাবে এ সকল মানুষকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য এই পথ নাটকের মাধ্যমে আহ্বান জানানো হয়।

 

পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের আশ্রয় কেন্দ্র রাঙামাটি মেডিকেল কলেজের নব নির্মিত ছাত্রাবাসের প্রাঙ্গনে উৎস -এর পরিবেশনায় ও একশনএইড এর সহযোগিতায় এ নাটক মঞ্চস্থ করা হয়।

 

 নাট্য প্রদর্শনীতে কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উৎস-এর কর্মকর্তা রেজা আজীজ, ওবায়দুল ইসলাম মুন্না, স্থানীয় উন্নয়ন সংস্থার কর্মকর্তা গ্রীনহীলের লালসোয়াক লিয়ানা পাংখোয়া প্রমুখ।

 

নাট্য প্রদর্শনীর পর উপস্থিত দর্শকদের সাথে ইন্টারেকশনেরও আয়োজন করা হয়। প্রদর্শিত নাটকে উৎস এর নাট্য দল অংশ গ্রহন করেন।  তারা হলেন, মো. ইউনুস রানা, সবরিনা রেজা শিমুল, মো. ওমর ফারুক, হাসনা হেনা, মো. নাসির, মো. আরিফুর রহমান ও মো. সুলতান।

 

উৎস-এর প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম জানান পাহাড়ের ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের মানসিক সহায়তা দিতে একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় উৎস এর পক্ষ থেকে ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত রাঙামাটি জেলা ক্রীড়া পরিষদ কার্যালয় ও মোনঘর কিন্ডার গার্টেন স্কুলে সম্পন্ন করেছে দলগত সাইকোথেরাপি অধিবেশন ও ব্যক্তিগত কাউন্সেলিং অধিবেশন।

 

তিনি আরো জানান, থেরাপিউটিক থিয়েটার এর বিভিন্ন সৃজনশীল কৌশল ব্যবহার করে পরিচালিত এসব অধিবেশনে স্টেডিয়াম আশ্রয়কেন্দ্র, মেডিকেল কলেজ হোস্টেল আশ্রয় কেন্দ্র ও মোনঘর ভাবনা কেন্দ্র আশ্রয়কেন্দ্রের ২০০জন দলগত সাইকোথেরাপি অধিবেশনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে অধিক মানসিক সহায়তা প্রয়োজন এমন ৯৫জনকে ব্যক্তিগত কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ