• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
অপহরণের আট দিন পর কাউখালীতে পোলট্রি খামারী মামুনের বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার                    পার্বত্য চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্যাঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে                    নানান আয়োজনে রাবিপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন                    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু                    রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    
 
ads

পাহাড় ধসের ক্ষতিগ্রস্থদের একশনএইড বাংলাদেশের আর্থিক সহায়তা প্রদানকালে
রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকায় কাউকে বসতি স্থাপন করতে দেয়া হবে না-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2017   Tuesday

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন,পাহাড় ধসে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পূর্নবাসনের সর্বাত্নক চেষ্টা চালানো হচ্ছে। তবে যাদের জমিজমা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের আগের জায়গায় আর পূর্নবাসন করা হবে না। তবে তার পাশাপাশি কোন একটি জায়াগায় তাদের পূর্নবাসন করা হবে।

 

তিনি বলেন, প্রভাবশালী এবং ভূমিদস্যুরা পাহাড় দখল করে বাড়ীঘর করছে। জমির নিজস্ব মালিকানা দাবি করছে। এগুলো প্রতিহত করা হবে।  এখন থেকে কোন ঝুঁকিপূর্ণ এলাকায় কাউকে বসতি স্থাপন করতে দেয়া হবে না।

 

তিনি পাহাড় ধসের ঘটনায় বাবা-মা-কে হারানো দুই শিশু মিম ও সুমাইয়ার ভরণ-পোষণের দায়িত্ব নেয়ার ঘোষনা দেন।

 

মঙ্গলবার রাঙামাটিতে একশনএইড বাংলাদেশ-এর পক্ষ থেকে সম্প্রতি পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী অর্থ সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীনহীলের সহযোগিতা রাঙামাটি সাংস্কৃতিক মিলনায়তনে আয়োজিত অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে  গ্রীনহীলের নির্বাহী পরিচালক মং থোয়াই চিং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ। গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে দেন  একশনএইড বাংলাদেশ-এর ম্যানেজার আব্দুল আলিম,স্থানীয় কারবারী মনিষা চাকমা ও দিশারী চাকমা। 

 

অনুষ্ঠানে অতিথিরা স্টার্ট ফান্ড বাংলাদেশের  আর্থিক সহযোগিতায়  রাঙামাটিতে পাহাড় ধসে বেশি ক্ষতিগ্রস্ত ২৪৮ জনকে ৯ হাজার টাকা ও অপেক্ষকৃত কম ক্ষতিগ্রস্ত ৫৪৩ জনকে ৪ হাজার টাকার চেক প্রদান করেন। যাতে ক্ষতিগ্রস্তরা ঘরবাড়ি তৈরির সরঞ্জাম কেনা ও অন্য জরুরি উপাদান কিনতে পারবেন।

 

অনুষ্ঠানে বক্তারা রাঙামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের জন্য  দীর্ঘমেয়াদী সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

 

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “একটু বেশি সতর্কতা নিলেই হয়ত এই পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ও হারিয়ে যাওয়া মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারতাম। মানুষ সব হারিয়েছেন এটাই বাস্তবতা। জলবায়ূ পরিবর্তন আমাদের ভাবিয়ে তুলছে। যার সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের ইচ্ছাকৃত উদ্যোগ। দুর্যোগ মোকাবেলায় আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। জানতে হবে দুর্যোগ মোকাবেলায় করণীয়”।

 

তিনি আরো বলেন, পাহাড় ধসের ঘটনার পর পরই রাঙামাটিতে একশনএইড বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক, সামাজিক ও মানুসিক সহযোগিতা করে যাচ্ছে। নারী নেতৃত্বের মাধ্যমে  প্রকৃত ক্ষতিগ্রস্ত খুঁজে বের করেছি। তবে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দীর্ঘ মেয়াদী সহযোগিতা দরকার। সে জন্য কাজ চলছে।  তিনি আগামীতে এ রকম দুর্যোগ যাতে না হয় এবং হলে তা সম্মিলিতভাবে প্রতিরোধে কাজ করার সক্ষমতা তৈরির পরামর্শ দেন।

 

একশনএইড বাংলাদেশ জানিয়েছে পাহাড় ধ্বসের ঘটনার সঙ্গে সঙ্গে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা রাঙামাটি ও বান্দরবানে একশনএইড বাংলাদেশের জরুরি সাড়া প্রদানকারী দল পরস্থিতিি মোকাবলো ও উন্নয়নে কাজ করছ। ক্ষতগ্রিস্ত মানুষরে চাহদিা নরিুপন, ত্রাণ র্কাযক্রম পরচিালনা, নারীদরে জন্য সহায়তা কন্দ্রে নর্মিাণ ও মনোসামাজকি সহায়তার জন্য র্সাবক্ষণকি কাজ করছে প্রতষ্ঠিানটি। এছাড়া একশনএইড বাংলাদেশ দুর্যোগে সাড়া প্রদানের জন্য নারীদের নেতৃত্বের বিষয়টি সামনে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, যে কোন দুর্যোগকালীন, পূর্বে ও পরে করণীয় বিষয়গুলো নারীরা ভাল জানেন। তাই নারীরা যদি দুর্যোগ মোকাবেলায় কাজ করে সেটি বেশি ফলপ্রসূ হবে।

 

উল্লেখ্য, গেল ১৩ জুন পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানী ঘটে।  এ ঘটনায় জেলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ১৮ হাজার ৫৫৮টি পরিবার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ