• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    
 
ads

রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগ্রাশ্রমের নতুন কমিটি ঘোষনা উপলক্ষে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2017   Wednesday

রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগ্রাশ্রমের নতুন পরিচালনা কমিটি ঘোষনা উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে কমিটিতে সভাপতি হিসেবে মিলন কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক কুশল চৌধুরী ও সাংগঠনিক দেবাশীষ পালিত রাজাসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়েছে।

 

শহরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আশ্রমের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আহবায়ক মাধব চক্রবর্তী। এসময় নব নির্বাচিত কমিটির সভাপতি মিলন কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক কুশল চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি পঞ্চানন ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন। এসময় নব সির্কাচিত কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, গেল ৭ জানুয়ারী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগ্রাশ্রমে অনুষ্ঠিত সাধারন সভায় গঠিত আহ্বায়ক কমিটির নির্ধিিরত সময় কমিটি অপারগ হয়। এতে গেল ১৪ আগষ্ট যোগাশ্রমের আহ্বায়ক কমিটির সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী যোগ্রাশ্রমের চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক মাধব চক্রবর্তীকে যোগাশ্রম পরিচালনার জন্য একটি কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গেল ৮ সেপ্টেম্বর নির্বাচন বিষয়ক কমিটি সাধারন সভার মাধ্যমে ২৫ সদস্যর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


সংবাদ সন্মেলনে আরো বলা হয়, গেল ১২ সেপ্টেম্বর একটি আঞ্চলিক দৈনিকে লোকনাথ ব্রহ্মচারী যোগ্রাশ্রমের আহ্বায়ক নৃপতি পালের এক বিবৃতিতে গেল ৮ সেপ্টেম্বর যোগাশ্রমে অনুষ্ঠিত সাধারন সভায় নির্বাচিত কমিটি অবৈধ ও কমিটি ঘোষনা করতে গেলে মাধব চক্রতর্বী, কুশল চৌধুরী, রতন দেব মিলন চক্রবর্তী ও অরূপ মুৎসুদ্দীর নেতৃত্বে সভা পন্ড করার জন্য বিভিন্ন সম্প্রদায়ের অপ্রাপ্ত বয়স্ক কিছু বখাটে ছেলে নিয়ে সভাস্থলে হট্টগোল শুরু করেন। এসব পরিস্থিতি দেখে বয়োজ্যেষ্ঠ ভক্তরা হতবাক হয়ে পড়েন এবং পরে সভা মুলতবি আহ্বান জানিয়ে যোগাশ্রমের আহ্বায়ক নৃপতি পাল সভাস্থল ত্যাগ করের উল্লেখ করেছেন। এছাড়া নৃপতি পাল নিয়ম অনুসারে সাধারন সভায় সভাপতিত্ব করার নিয়ম থাকলেও নির্বাচন বিষয়ক কমিটির আহ্বায়ক মাধব চক্রবর্তী জোড় পূর্বক সভায় সভাপতিত্ব করেন এবং মিল কান্তি চৌধুরী সভাপতি ও কুশল চৌধুরীকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।


সংবাদ সন্মেলনে বলা হয়, উক্ত গঠিত কমিটিকে অবৈধ বলা অশোভন ও অবান্তর। যা একটি সাধারন সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে তা অবৈধ বলা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। কারণ তিন বছর মেয়াদে এই কমিটি সম্পূর্ন গণতান্ত্রিক ও ভক্তদের নির্বাচনের মাধ্যমে ২৫ সদস্য নির্বাচিত হয়েছেন।


সংবাদ সন্মেলনে নৃপতি পালকে কার্যকরী কমিটির সভাপতি পদে আসিন হওয়ার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, নৃপতি পালকে আহ্বায়কের মতো একটি পদে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যথায় সনাতন সমাজ এহেন আচারণের জন্য উযুক্ত জবাব দেবে।


সংবাদ সন্মেলনে নব নির্বাচিত এ কমিটিকে রাঙামাটি লোকনাথ ব্রহ্মচারী যোগ্রাশ্রমে সষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব পালনে সবাইকে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ