রাঙামাটির লংগদুতে উপজেলার শুলশাখালী থেকে এফআইডিসি ঢিলায় ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। একই পরিবারের মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে লংগদুর গুলশাখালী এলাকা থেকে মো: আছর উদ্দিন ও তার স্ত্রী শিরিন আক্তার ও তিন সন্তানকে নিয়ে ছোট আকারের দেশীয় ইঞ্জিন চালিত নৌকাযোগে মাইনীমূখের এফআইডিসি টিলার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৫ জনের মধ্যে মা ও দুই শিশুসহ তিনজন নিখোঁজ হন। বাকি দুজন সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা সাত বছর বয়সী ছেলে মো: রানার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দুজনকে উদ্ধার করা না গেলেও বুধবার সকালে নিখোঁজ নারী শিরিন আক্তার (৪০) ও শিশু মো: মাসুম (৫) এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া একই সময়ে লংগদুর কাট্টতলী বিলে জেলের তিনটি মাছ ধরার নৌকা উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্খিসের কর্মীরা ৬জন জেলেকে উদ্ধার করে।
অপরদিকে, ঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার জগনাথ মন্দিও এলাকায় দূর্গা পূজা দেখা শেষে বাড়ী ফেযার পথে ঝড়ের কবলে পড়ে নেীকা ডুবি ঘটনায় ডিলিশন চাকমা(১৮) ও জিপেন দেওয়ান(১৮) নামের দুই যুব নিখোজ হয়েছেন। তারা পূজা শেষে নৌকাযোগে চেঙ্গী নদী পাড় হয়ে শনখোলা পাড়ায় বাড়ীতে ফেয়ার পথে মহাজন পাড়া এলাকায় তীব্র বাতাসে ও ঝড়ের কবলে পড়েন। নৌকায় থাকা চার জন সাতারে কেটে তীরে উঠতে পারলেও ২জন নিখোজ রয়েছেন। বুধবার ফায়ার সাভিসের লোকজন তল্লাশী চালালেও লাশের সন্ধান পাননি।
লংগদু উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বিষয়টি তাকে জানানোর পর রাাঙামাটি ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পওে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও বুধবার সকালের দিকে নিখোজ শিরিনা বেগমের ও দুপুরের দিকে মো: মাসুমের মৃতদেহ উদ্ধার করেছে।
রাঙামাটি ফায়ার সাভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী জানান, খবর পেয়ে বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা নানিয়ারচরে গিয়ে নিখোজদের সন্ধান চালালেও তাদের করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার পুনরায় সন্ধান চালানো হবে।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাত আটটার পর আকস্মিক ঝড়ো বাতাসে অনেকগুলো স্থানে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকা ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.