 
      
    বিলাইছড়ি মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা কৈননীয়ার পক্ষ থেকে হত দরিদ্র পরিবারের মাঝে টয়লেট সামগ্রী বিতরণ করা হয়েছে।
কৈননীয়ার কার্যালয় সামনে বিতরণ অনুষ্ঠানে ১নং বিলাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ১, ২, ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার স্বপ্না তঞ্চঙ্গ্যা, ২নং ওয়ার্ডের মেম্বার জ্যোতিময় চাকমা, ওয়াটার এন্ড স্যানিটেশন ফর এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর প্রকল্প ব্যবস্থাপক টেরেন্স কার্ডোজা এবং ফিল্ড ম্যানেজার সুমিত্র দেওয়ান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে মোট ২৫০ হতদরিদ্র পরিবারকে এই টয়লেট সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ঢেউটিন দশটি, স্যাটোপ্যান যুক্ত সিসি স্ল্যাব একটি, গ্যাস পাইপ, এলবো, ক্যাপ, কব্জাও টুক পেরাক ইত্যাদি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			