• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে আসা সেটলারদের সম্মানজনকভাবে সমতলে পুনর্বাসনের দাবি পাহাড়ী ৮ সংগঠনের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2014   Friday

পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত গণতান্ত্রিক যুব ফোরামসহ ৮ পাহাড়ি সংগঠনের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামে নতুন করে বাঙালি সেটলার পুনর্বাসনের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়ে বলেছেন, পাহাড়িদের জমিতে বাঙালি সেটলারদের পুনর্বাসন করা হলে তা কোনভাবেই মেনে নেয়া হবে না এবং তার বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। নেতৃবৃন্দ অভিযোগ করেন আরও বলেন. দীঘিনালার বাবুছড়া ও বাঘাইছড়ির সাজেকে ৩০ হাজার বাঙালি সেটলার পরিবারকে পুনর্বাসনের জন্য রাঙামাটির কাউখালিসহ বিভিন্ন উপজেলায় ফরম পূরণ করে তালিকাভুক্ত করা হচ্ছে। শুক্রবার ৮ গণতান্ত্রিক সংগঠন সমন্বয়ক ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা মাইকেল চাকমার স্বাক্ষতিএক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে স্বাক্ষকারী অন্যান্য সংগঠনগুলো নেতৃবৃন্দ হলেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা(২), সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সংগঠক কাজলী ত্রিপুরা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়ার্ডের সদস্য সচিব আনন্দ প্রকাশ চাকমা। বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে আরও জানান, “পুর্ণবাসন জোন ভিত্তিক তথ্য তালিকা” শিরোনামে একটি ফরমে পুনর্বাসনে ইচ্ছুক সেটলারদের কাছ থেকে চৌদ্দটি তথ্য চাওয়া হয়েছে। যেমন, পরিবার প্রধানের নাম, পিতার নাম, লোকসংখ্যা; সরকারীভাবে ৫ একর জমি বন্দোবস্ত পেয়েছিল কিনা, আগমন ভাতা আড়াই হাজার টাকা পেয়েছিল কিনা, দুই বান্ডিল ঢেউটিন পেয়েছিল কিনা, একজোড়া হালের গরু অথবা ১৫শ টাকা পেয়েছিল কিনা, হর্টিকালচার লোন দশ হাজার টাকা পেয়েছিল কিনা, হাজি ক্যাম্পের কার্ড নং যদি থাকে তার উল্লেখখ, তার নামে বন্দোবস্ত প্রাপ্ত জমি বিক্রি, বন্ধক অথবা অন্য কোনভাবে হস্তান্তরিত হয়ে থাকলে তার উল্লেখ, তার নামে গুচ্ছগ্রাম রেশন কার্ড যদি থাকে তার নম্বর, গুচ্ছগ্রামের নাম ও কার্ড নম্বরসহ তার রেশন কার্ড নতুন, পুরাতন, বাতিল, বন্ধক, বিক্রি ও জবরদখল আছে কিনা; মাসিক ভাতা ৩শ টাকা করে পাচ্ছেন কিনা, গৃহ নির্মাণ বাবদ দেড় হাজার টাকা বুঝে পেয়েছে কিনা, বর্তমানে কোন খাস জায়গায় বাড়ি বসত, বাগান, চাষাবাদে দখলে থাকিলে তার পরিমাণ, দাগ অথবা চৌহদ্দি ও মৌজা নম্বর উল্লেখ এবং তার নামে কোন বন্দোবস্ত মামলা রজু হয়েছে কিনা – হয়ে থাকলে মামলা ও মৌজা নম্বর। ফরমটি পূরণ করার পর পরিবার প্রধানের স্বাক্ষর অথবা টিপসহি ও সনাক্তকারী গ্রুপ লিডারের স্বাক্ষর দিতে হবে এবং ফরমে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে “সুপ্রীম কোর্ট বিভাগ রিট পিটিশন মামলা নং – ৬৩২৯/২০০১”। বিবৃতিতে দাবি করা হয়, কাউখালিতে পাঁচ হাজার পরিবারের কোটা নির্দিষ্ট করা হলেও আজ পর্যন্ত সাড়ে ৪ হাজার সেটলার পরিবার ফরম পূরণ করে জমা দিয়েছেন। ফরম জমা নেয়ার সময় গ্রুপ লিডাররা প্রতি সেটলার পরিবারের কাছ থেকে ৬শ টাকা করে নিচ্ছে। পাহাড়িদের জমিতে এই বিপুল সংখ্যক সেটলার পরিবারকে পুনর্বাসন করা হলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়,পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ মহল নানাভাবে চেষ্টা চালিয়ে আসছে। নতুন করে বাঙালি সেটলার পুনর্বাসনের এই উদ্যোগ সেই প্রচেষ্টারই অংশ। বিবৃতিতে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন পাহাড়িদের জমিতে বাঙালি সেটলারদের পুনর্বাসন করা হলে পার্বত্য চট্টগ্রামের জনগণ তা কোনভাবেই মেনে নেবে না এবং তার বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। পাহাড়ি নেতৃবৃন্দ রাজনৈতিক উদ্দেশ্যে দুই ফৌজি শাসক জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে পার্বত্য চট্টগ্রামে নিয়ে আসা সেটলারদের সম্মানজনকভাবে সমতলে পুনর্বাসনের দাবি জানান। বিবৃতিতে দাবি করা হয়, ভারত-প্রত্যাগত ও আভ্যন্তরীণ পাহাড়ি শরণার্থীদের কাছে তাদের নিজ জমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, সরকার একদিকে পাহাড়িদের পুনর্বাসনের পরিবর্তে তাদের নিজেদের জায়গা জমি থেকে উৎখাত করছে। অন্যদিকে বাঙালি সেটলারদেরকে পাহাড়িদের জমিতে পুনর্বাসন করছে। তারা সরকারের এই ঘৃন্য বর্ণবাদী নীতির নিন্দা জানান এবং বলেন, দরিদ্র বাঙালি সেটলারদেরকে পাহাড়িদের বিরুদ্ধে জাতিগত নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিণাম কখনোই শুভ হবে না।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ