 
      
    বিশ্ব ইস্তেমার টঙ্গী ময়দানে কর্মরত নিরীহ তাবলীগের সাথী, আলেম ওলামা ও ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ও হত্যাকান্ডের প্রতিবাদে রোববার খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ওলামায়েকেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও তৌহিদী জনতা। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন থেকে ওলামায়ে কেরামদের উপর হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে জড়িতদের সুষ্ঠ বিচারের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন মসজিদের খতিব মুফতি ইমাম উদ্দিন কাশেমী, সবুজবাগ মসজিদের মাওলানা ইউসুফ,মাওলানা মাইন উদ্দিন, দীঘিনালা কেন্দ্রীয় মসজিদের ইমাম সামসুল হসান, রামগড় উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার মাওলানা ইমদাদুর রহমান, তিনটহরী মহিলা মাদ্রাসার মাওলানা দিদারুল আলম কাশেমী প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			