মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন সরকারী বেসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা মাঠে কুচকাওয়াজের সালাম গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিধান চাকমা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা।
পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিনের সভাপতিত্বে কপ্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হেমায়েত আলম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহম্মদ প্রমুখ।
এছাড়াও দিবসটিকে ঘিরে দিনব্যাপী বিভিন্ন খেলাধূলা ও সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.