• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার                    ৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    
 
ads

জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ১৪ তম অধিবেশনের উদ্বোধন
আদিবাসীদের জীবনমান উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের আঙ্গিকার পূনর্ব্যক্ত

পল্লব চাকমা, নিউ ইয়র্ক থেকে : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2015   Tuesday

২০ এপ্রিল জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে উদ্বোধন হয়ে গেল আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ১৪ তম অধিবেশন। এ অধিবেশন উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিবের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ওহ হংবো।

 

উদ্বোধনী অধিবেশনে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের প্রেসিডেন্ট সাম কুটেসি, জাতিসংঘের ডেপুটি আন্ডার সেক্রেটারি জেনারেল জান ইলিয়াসন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ভাইস-প্রেসিডেন্ট মারিয়া ইম্মা ভেলেজ।

 

এই অধিবশনের শুরুতে আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের সদস্য মেগান ডেভিসকে ১৪তম অধিবেশনের চেয়ারপার্সন হিসেবে নির্বাচন করা হয়।

 

উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘ মহাসচিবের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ওহ হংবো বলেন, বর্তমান সময়ে এই স্থায়ী ফোরাম বিশ্বব্যাপী আদিবাসীদের অধিকার এবং তাদের আশ-আকাঙ্ক্ষা পরিপূরনের জন্য সদস্য রাষ্ট্রগুলোর সাথে আদিবাসীদের সম্পর্ক জোরদারকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এপ্রসঙ্গে তিনি ২০০৭ সালে আদিবাসীদের অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণা পত্র, ২০১৪ সালে সাধারণ পরিষদের আদিবাসী বিষয়ক বিশ্ব সম্মেলনের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, ২০১৪ সালে আদিবাসী বিষয়ক বিশ্ব সম্মেলনে আদিবাসীদের সম্মান ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য দেয়া সদস্য রাষ্ট্রগুলোর দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা পাবে। এ ক্ষেত্রে জাতিসংঘ সদস্য রাষ্টসমূহকে সকল প্রকার সহায়তা প্রদান করে যাবে।

 

তিনি আরো আশা প্রকাশ করেন এ বছরে জাতিসংঘের ২০১৫ পরবর্তী উন্নয়ন কর্মসুচিতেও আদিবাসীদের অবস্থা ও অধিকারসমূহ জোরালোভাবে অন্তর্ভূক্ত  করা হবে।

 

সাধারণ পরিষদের ৬৯তম অধিবেষনের প্রেসিডেন্ট সাম কুটেসি বলেন, আদিবাসী বিষয়ক বিশ্ব সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক প্রতিশ্রুত অঙ্গীকার সমূহ বাস্তবায়নের মাধ্যমে আদিবাসী এবং রাষ্ট্রের মধ্যে পারস্পারিক সম্মান, সহযোগিতা এবং অংশীদারিত্ব প্রতিষ্ঠা পাবে। আদিবাসী বিষয়ক ঘোষণা পত্রে ঘোষিত অধিকারসমূহ বাস্তবায়নের জন্য সকল সদস্য রাষ্ট্রসমূহকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।

 

উদ্বোধনী অধিবেশনের অন্যান্য অতিথিবৃন্দও রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়, জাতিসংঘ এবং আদিবাসীদের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও সেতুবন্ধন রচনার মাধ্যমে বিশ্বব্যাপী আদিবাসীদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারসহ সম্মান ও মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য একটা ভিত্তি রচিত হবে।

 

জাতিসংঘের স্থায়ী ফোরামের এইবারের ১৪তম অধিবেশনে বাংলাদেশ থেকে আদিবাসী প্রতিনিধিরাও অংশগ্রহন করছেন। পার্বত্য রাঙামাটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ঊষাতন তালুকদার জাতিসংঘের চলমান এই অধিবেশনে আদিবাসী পার্লামেন্টারিয়ান হিসেবে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে অংশগ্রহনকারী অন্যান্য প্রতিনিধিরা হলেন মংগল কুমার চাকমা, এডভোকেট বিধায়ক চাকমা, উজানা লারমা, পল্লব চাকমা,সমরজিত সিনহা প্রমূখ।

 

দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের আদিবাসী বিষয়ক এই অধিবেশনের পরবর্তী সময়ে যোগ দেবেন এশিয়া অঞ্চল থেকে ফোরামের অন্যতম সদস্য  চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। আগামী ১ মে পর্ষন্ত এ অধিবেশন চলবে। 

 

এদিকে, নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, গেল বছরের ন্যায় এ বছরও সরকারী প্রতিনিধি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এ অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ