খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানের সময় তিন তলা ভবননের ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মগ লিবারেশন পার্টির(মগ পার্টি) সশস্ত্র বিভাগের প্রধান কংচাই মারমা (৩৪) মারা গেছেন। শুক্রবার খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থর থেকে একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত কংচাইঞো মারমা মহালছড়ির এলাকার অংসাজাই মারমার ছেলে। সে শান্তিনগর একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা যায়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা জেলার মানিকছড়ি গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে মগ লিবারেশন পার্টির একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে খাগড়াছড়ি সদরের ব্র্যাক অফিস সংলগ্ন শান্তিনগরে একটি ভবন ঘেরাও। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ভবন থেকে গুলি ছুড়ে কংচাই মারমা। সেনাবাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে পালানোর জন্য তিন তলা ভবন থেকে লাফিয়ে পড়ে কংচাই মারমা আহত হয়। সেনাবাহিনী সদস্যরা আহত অবস্থায় কংচাই মারমাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কংচাইঞো মারমা পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন মানিকছড়ি-গুইমারা এলাকায় অবস্থান নিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম পরিচালনা করে আসছিলেন একাধিক সূত্র জানিয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক দিপা ত্রিপুুরা বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে উচু অংশ থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে।
ভাড়ার বাসার মালিক সুজিত দে আরো জানান, দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে কংচাইঞো মারমা এখানে ভাড়া থাকতেন। ভাড়া নেয়ার সময় তিনি বিএসআরএম কোম্পানিতে চাকরি করতে বলে আমাদের জানিয়েছেন। স্ত্রী সন্তান নিয়মিত বাসায় থাকলেও সে মাঝে মধ্যে আসতেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.