• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    
 
ads

বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2025   Tuesday

রাঙামাটির বিলাইছড়িতে মঙ্গলবার সকালে কাজ করতে গিয়ে  পঞ্চম তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  তার নাম আকিল আহমেদ (২০)। 
প্রত্যক্ষদর্শী  শুক্কর জানান, বিলাইছড়ি উপজেলা পরিষদ ভবনের চতুর্থ তলার উপরে পঞ্চম তলার আইসিটি ভবনের কাজ চলছিল। নিহত আকিল আহমেদ পঞ্চম তলায় এক সাথে বিল্ডিংয়ের প্লাস্টারের কাজ করতেছিলো। এরপর হঠাৎ পরে যাওয়ার পরে তিনি তাকে দেখতে পান। সাথে সাথে তাকে উদ্বার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত ব্যক্তি মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত নওয়াব আলী ও স্বপ্না বেগমের ছেলে। নির্মাণ ভবনের কাজটির দেখাশোনা করার দায়িত্বে নিয়োজিত মোঃ ইমরান মিস্ত্রি এর ভাতিজা।
 জানা যায়, কাজের শুরুতে ভবনের চারপাশে সেইফটি হিসেবে টিন দেয়া থাকলেও পরে শুধু পরিষদ ভবনের সামনের অংশটা রেখে বাকিগুলো খোলা হয়। স্থানীয় লোকজন জানায়, যেখান থেকে কাজ করার সময় পড়ে যান সেখানে তারা মাচাঁ বেধে কাজ করছিলো  নিহত ব্যক্তি। তাদের ধারণা মাচা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার জানান, নিহত ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার আগে মারা গেছে। তারপরও পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত্যু নিশ্চিত করে ডেইট সার্টিফিকেট দেয়া হয়।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেলে পাঠানো হয়েছে।  পরে অবস্থার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনাটা কিভাবে ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, খোঁজ নিয়ে জেনেছি, কাজটা যিনি দেখাশোনা করছেন নিহত ব্যক্তি তার ভাতিজা।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সহযোগিতায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ বিভাগ কর্তৃক বাস্তবায়নে  ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় এই আইসিটি  একতলা ভবনটি নির্মাণ করা হচ্ছে। এটির কাজ পান ঠিকাদার  শুভ্রাংকর চাকমা।   যার নির্মাণ ব্যয়  ধরা হয়েছে ১ কোটি ৮৮ লক্ষ টাকা। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
আর্কাইভ