রাঙামাটির বিলাইছড়িতে মঙ্গলবার সকালে কাজ করতে গিয়ে পঞ্চম তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। তার নাম আকিল আহমেদ (২০)।
প্রত্যক্ষদর্শী শুক্কর জানান, বিলাইছড়ি উপজেলা পরিষদ ভবনের চতুর্থ তলার উপরে পঞ্চম তলার আইসিটি ভবনের কাজ চলছিল। নিহত আকিল আহমেদ পঞ্চম তলায় এক সাথে বিল্ডিংয়ের প্লাস্টারের কাজ করতেছিলো। এরপর হঠাৎ পরে যাওয়ার পরে তিনি তাকে দেখতে পান। সাথে সাথে তাকে উদ্বার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত ব্যক্তি মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত নওয়াব আলী ও স্বপ্না বেগমের ছেলে। নির্মাণ ভবনের কাজটির দেখাশোনা করার দায়িত্বে নিয়োজিত মোঃ ইমরান মিস্ত্রি এর ভাতিজা।
জানা যায়, কাজের শুরুতে ভবনের চারপাশে সেইফটি হিসেবে টিন দেয়া থাকলেও পরে শুধু পরিষদ ভবনের সামনের অংশটা রেখে বাকিগুলো খোলা হয়। স্থানীয় লোকজন জানায়, যেখান থেকে কাজ করার সময় পড়ে যান সেখানে তারা মাচাঁ বেধে কাজ করছিলো নিহত ব্যক্তি। তাদের ধারণা মাচা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার জানান, নিহত ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার আগে মারা গেছে। তারপরও পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত্যু নিশ্চিত করে ডেইট সার্টিফিকেট দেয়া হয়।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেলে পাঠানো হয়েছে। পরে অবস্থার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনাটা কিভাবে ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, খোঁজ নিয়ে জেনেছি, কাজটা যিনি দেখাশোনা করছেন নিহত ব্যক্তি তার ভাতিজা।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সহযোগিতায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ বিভাগ কর্তৃক বাস্তবায়নে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় এই আইসিটি একতলা ভবনটি নির্মাণ করা হচ্ছে। এটির কাজ পান ঠিকাদার শুভ্রাংকর চাকমা। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৮ লক্ষ টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.