জুরাছড়ি দুমদুম্যা ইউনিয়নের বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে প্রথম বারের মতোই কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকালে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপুরস্কার দান, পিণ্ডুদান,হাজার প্রদীপদান ও আকাশ প্রদীপ দান অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে বেলা ২টায় কল্পতরু ও কঠিন চীবর শোভাযাত্রা মঞ্চে আনায়নের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় পঞ্চশীল গ্রহণ, কল্পতরু ও কঠিন চীবর দানসহ বিভিন্ন দ্রব্য দান উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, বিশেষ অতিথি দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা উপস্থিত ছিলেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
অনুষ্ঠানে বুদ্ধের বানী আলোচনা করেন জ্ঞাননন্দ মহাস্থবির, আর্যলংকার মহাস্থবির, প্রজ্ঞালংকার মহাস্থবির প্রমূখ।
উল্লেখ্য বহু বছর আগে বিশাখা প্রবর্তিত নিয়ম অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, কাপড় বোনা ও চীবর তৈরি করে ভিক্ষুদের নিকট দান করা হয়। পাশাপাশি বাজার থেকে কাপড় কিনে সেলাই করেও চীবর দান করা হয়।