• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    
 
ads

পিসিপি’র ২৬তম কেন্দ্রীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে
শাসকগোষ্ঠী পার্বত্য আদিবাসীদের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে-সন্তু লারমা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) এক জাতি, এক ধর্ম কায়েম করতে চাই শাসক গোষ্ঠী অভিযোগ করে বলেছেন,দেশে ৫৪ ভাষাভাষিসহ বিভিন্ন ধর্মের লোকের বসবাস রয়েছে। যে জাতি গোষ্ঠীর নিজেদের ভাষায় কথা বলতে, আত্বনিয়ন্ত্র অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছিল তারাই এখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ পরিস্থিতি ভালো নেই বলে বান্দরবানের কয়েক’শ পাহাড়ি পরিবার মায়ানমারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পার্বত্য জনগণ পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন চাই। নিরাপদ জীবন চাই। কারোর পরাধীনতার কাছে বেঁচে থাকতে চাই না।

 

বুধবার বান্দরবানের বোমাং রাজার মাঠে পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।


পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিস্মান চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো: মোহিউদ্দিন মাহিন, বাংলাদেশ ছাত্র মৈত্রী সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মারুফ তন্ময় বিল্যা, আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটির জেলা আহ্বায়ক জোয়াম লিয়ান আমলাই, জেএসএস ও পিসিপি’র নেতৃবৃন্দ প্রমুখ। বৃহস্পতিবার শহরের নিকটবর্তী ফারুক পাড়ায় পিসিপি’র কেন্দ্রীয় কমিটির ২০ তম কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সমাবেশ শেষে এটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও রাজার মাঠে গিয়ে শেষ হয়। সঅনুষ্ঠানে যোগদান করতে তিন পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জেএসএস সমর্থিত লোকেরা সকাল থেকে রাজার মাঠে এসে জড়ো হন। এদিকে সংঘাত এড়াতে শহরের ভেতরে ও বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। বান্দরবানে সন্তু লারমা আগমন ঠেকাতে সোমবার ও মঙ্গলবার জাগো পার্বত্যবাসী নেতাকর্মীরা সমাবেশ, মিছিল ও কালো পতাকা উত্তোলন করে।


প্রসঙ্গগত গত ১১ মার্চ বান্দরবানে সন্তু লারমার আগমন ঠেকাতে পাহাড়ি-বাঙ্গাী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।

 

সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির নেতা কেএসমং বলেন,যারা গোপন সভা করে পার্বত্য চট্টগ্রামের পরিবেশকে অস্থিতিশীল করে গড়ে তোলার জন্য এই রকম জঘন্যতম কাজে লিপ্ত রয়েছে তিনি তাদের প্রতি হুশিয়ারী উচ্চারন করে তিনি বলেন,ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত না হলে জনগন দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি বলেন শাসক গোষ্ঠী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটের ফলাফলকে তাদের অনুকুলে নিয়ে নির্বাচিত করেছে। একথায় শাসকগোষ্ঠী যেমন জানে তেমনি বান্দরবানের আপামর জনগনও জানে। তিনি আওয়ামীলীগের এক নেতাকে উদ্দেশ্য করে বলেন বেশি লাফালাফি করবেন না,বেশি লাফালাফি করলে যে খান থেকে থলে কান্দে করে এসেছিলেন জনগন আবার সেখানে পাঠিয়ে দেবে। তিনি পাহাড়ী জনগনকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে জম্মু জনগনের অধিকার আদায়ের আহবান জানান।

 

সন্তু লারমা তার বক্তব্যে অভিযোগ করেন ১৯০০ সালের শাসন বিধি দিয়ে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকেরা পার্বত্য জনগণের বিরুদ্ধ কার্যক্রম চালিয়ে আসছেন।


তিনি বলেন, ১৮৬০ সাল থেকে শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে আসছে পার্বত্য চট্টগ্রামের জনগণ। এখনও এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সরকার। সামরিক শাসক গোষ্ঠী দ্বারা শাসনের নীল নকশা পাকিস্তানের আমল থেকে যেভাবে হয়ে আসছে তার উত্তরাধিকারীরাও একই কায়দায় শাসন চালিয়ে আসছে। এর থেকে উত্তোরন হতে পারছে না পার্বত্য জুম্ম জনগণ। তিনি এর থেকে মুক্তি পেতে পাহাড়ি ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।


সন্তু লারমা বলেন, সরকার তাদের এজেন্টদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জম্মু জনগনের ভূমি কেড়ে নিয়ে তাদেরকে ভুমিহীন করে তুলছে। খাগড়াছড়ি এবং বান্দরবানে বিজিবি ক্যাম্প স্থাপনের নামে জুম্ম জনগনকে তাদের ভুমি থেকে উচ্চেদ করা হচ্ছে। বান্দরবানের লামা,নাইক্ষংছড়ি ও আলীকদমের জুম্ম জনগনের জমি প্রভাবশালীরা রাবার বাগান,ফলজ বাগান ইত্যাদির নাম দিয়ে দখল করে আমাদের জুম্ম জনগনকে সেখানথেকে উচ্ছেদ করার পায়তারা করা হচ্ছে। তা কোনভাবেই মেনে নেয় যায় না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ