সমাজকল্যানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং সমাজ কল্যাণ বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরার স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়,মানুষের প্রাণপ্রিয় বন্ধু সৈয়দ মহসিন আলী দেশ আর দেশের মানুষের উন্নয়ন সাধনে অনেক কিছু করেছেন। সুন্দর সমাজ বিনির্মানে তার চিন্তা চেতনা ছিল ভিন্ন। এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশবাসী একজন সৎ এবং নিষ্ঠাবান গুনিজনকে হারালো যা কখনো পুরণ হওয়ার নয়। শোকবার্তায় প্রয়াত মন্ত্রীর বিদেহী আতœার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর নিউমোনিয়া ও হৃদরোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হলে লাইফ সাপোর্টে রাখা হয় মন্ত্রীকে। ৫ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে তাকে নেয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.