বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির আক্রমনে দুই রাবার শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন, ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার বাসিন্দা আলী আহমদের পুত্র আমানুল্লাহ (২৫) এবং একই এলাকার বাসিন্দা আব্দুর রশিদের পুত্র আবুল ফয়েজ (২২)।
রাবার বাগানের সুপারভাইজার আব্দুল জলিল জানান, বুধবার ভোর সাড়ে চার দিকে কক্সবাজার বাহারছড়াস্থ আবুল হোছন তহশিলদারের রাবার বাগানে টেপিং করতে যাওয়ার পথে অতর্কিত অবস্থায় ৪/৫টি হাতি তাদের পথরোধ করে। হাতির আক্রমন থেকে প্রাণে বাঁচতে দৌড় পালানোর সময় গুরুতর আহত হয় আমানুল্লাহ ও আবুল ফয়েজ। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.