মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিট রাঙামাটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের কার্য্যকরি কমিটির সহ সভাপতি ও পৌর মেয় সাইফুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক এম বখতিয়ার, জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা নাসরিন আক্তার, সদস্য জসিম উদ্দিন বাবুল, নাইপ্রু মারমা নেলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ মোঃ সায়েম ও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ১শ জন বন্যা দূর্গত ও ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে প্রতি ১৫কেজি চাল, আধা কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল ও এক কেজি করে পেয়াঁজ বিতরণ করেন।
এসময় পরিষদ চেয়ারম্যান বলেন, আত্নমানবতা সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব ও প্রকৃতি সৃষ্ট সকল দূযোর্গে রেড ক্রিসেন্ট সবসময় এগিয়ে যায় মানব সেবায়। তিনি এ ধরনের কাজে সহায়তা করতে সমাজের সকল স্তরের জনগনকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.