তাজরিন গার্মেন্টস-এ ভয়াবহ ট্রাজেডির তিন বছর উপলক্ষে নিহতদের ক্ষতিপূরণ আহতদের উন্নত চিকিৎসা,পূর্নবাসন ও দায়ীদের বিচারের দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধ করা হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে বক্তব্যে রাখেন ব্লাস্টের রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান ও নারী অধিকার কর্মী নুরজাহান পারুল।
সমাবেশ সঞ্চালনা করেন ব্লাস্ট,রাঙামাটি ইউনিটের এডভোকেসি অফিসার কনিম চাকমা। মানববন্ধনে কর্মসচিতে শ্রমিক,আইনজীবী, সাংবাদিক, এনজিও সংস্থা টিআইবি,ব্রাক,সা’স,আশিকা,সিআইপিডি,হিমাওয়ান্তির প্রতিনিধি মানবাধিকার ও নারী অধিকার কর্মীরা এ শ্রমিকদের বিভিন অধিকার দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান বলেন, মালিক পক্ষ কর্তৃক অবহেলা জনিত কারনে কর্মক্ষেত্রে দূর্ঘটনা ঘটলে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং শ্রমিকদের যথাযথ ক্ষতিপুরণ ও শ্রম নিরাপত্তা সর্ম্পকিত আইন ও নীতিমালার প্রতি অবহেলা ও লংঘনকারীর জন্য অবিলম্বে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার।
নারী অধিকার কর্মী নুরজাহান পারুল বলেন,শ্রমিকরা সবসময় অবহেলিত বিশেষ করে নারী শ্রমিকরা বিভিনড়বভাবে ধর্ষন ও যৌন হয়রানির শিকার। তাজরিনের দূর্ঘটনায় নিহতেরাও অধিকাংশ নারী ছিল, যাদের মৃত্যু হয়েছিল অত্যন্ত নির্মম ও ভয়াবহভাবে। তিনি ক্ষতিগ্রস্ত ক্ষতিপুরণ দেওয়া এবং আহতদের সমাজে সম্মানজনক পূণর্বাসন নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য,২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় অবস্থিত তাজরিন গার্মেন্টস এ অগ্নিকান্ডে শতাধিক শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরবর্তীতে ২০১২ সালে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট), বেলা ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়। বর্তমানে উচ্চ আদালতে মামলাটি চলমান রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.