বুববার যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শহরের রিজার্ভ বাজারস্থ শহীদ মিনারে ১২টা ১ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সকালের দিকে রাঙামাটির মারী স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমাবেশ. কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন করা হয়।
কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহন করেন সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
পরে অংশ গ্রহনকারী পুলিশ,স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমাবেশ. কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অংশ গ্রহনকারীদের পুরুস্কার বিতরণ করা হয়। এতে স্কুল পর্যায়ের ডিসপ্লে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রাঙামাটি শিশু নিকেতন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.