কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডা. মং ষ্টিফেন চৌধুরী (৫০) আর নেই।
বুধবার বেলা প্রায় ১১ টার সময় ষ্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, মা, ভাই-বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে কাপ্তাই, রাঙ্গুনিয়াসহ তিন পার্বত্য জেলায় শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুর খবর পেয়ে তাকে একনজর দেখার জন্য তাৎক্ষণিক তার মিশন হাসপাতালস্থ বাসভবনে ছুটে আসেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই শহীদ নৌ-মোয়াজ্জেম ঘাটির অধিনায়ক মো: আফছার, কাপ্তাই ডিজিএফআই’র ভারপ্রাপ্ত অধিনায়ক ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন, ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর, রাঙামাটি জেলা আওয়ালীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হারুন-অর-রশিদ, বিভিন্ন রাজনীতিবিদ,সমাজসেবী, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ।
ডা.মং ষ্টিফেন চৌধুরী ১৯৯৭ সাল থেকে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ দীর্ঘ সময় তিনি নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছেন। আগামী ২৬শে ডিসেম্বর তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.