রোয়াংছড়ি উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় ১ জন ও অপর ১জন আহত হয়েছেন। রোববার রাতে রোয়াংছড়ি- বান্দরবান যাওয়ার পথে শামুকঝিরি আলেক্ষ্যং পাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মংচশৈ মারমা (৫৩)।
জানা যায়, রোয়াংছড়ি-বান্দরবান সড়কে শামুকঝিরি আলেক্ষ্যং পাড়া রাস্তা মাথা এলাকায় দ্রুতগামী একটি মটরসাইকেল বাঁকা সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দেয়। এতে এক পথচারী এক মটরসাইকেল আরোহীসহ ২ জনই গুরুতর আহত হয়। তাঁদের বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে মংচশৈ মারমাকে গুরুত্বর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে পথেই তিনি মারা যান। অপর আহত ও রতন তঞ্চঙ্গ্যা (২৬)কে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছেলে সাচিং মারমা জানান, ব্যাপারে কোন মামলা করা হয়নি এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সিদ্ধান্ত করে রীতি নীতি অনুযায়ী দাফন সম্পন্ন করা হবে। বলে জানিয়েছে। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয় এবং পরে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.