বুধবার সোনালী ব্যাংক লিমিটেড-এর জুরাছড়ি উপজেলা শাখার উদ্যোগে বৃদ্ধ, নারী ও শিশু, প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রধান অথিতি উপস্থিত থেকে এসব কম্বল তুলে দেন। এ সময় মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, উপজেলা সোনালী ব্যাংক লিমিটেডটের ব্যবস্থাপক সুনেন্দু কুমার চাকমা, জুরাছড়ি ইউপি ওয়াড সদস্য লক্ষিন্দ্র চাকমাসহ বনযোগীছড়া ও দুমদুম্যা ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন শারীরিক, দৃষ্টি, মানসিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.