পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কোন বিকল্প নেই। তাই নিজেদের মধ্যে শান্তি-সম্প্রীতি নিজেদের সৃষ্টি করতে হবে। তা হলেই বজায় থাকতে শান্তির সুবাতাস। সে সাথে মেনে নিতে হবে বাস্তবতাকে।
শনিবার খাগড়াছড়ির বিচিতলায় ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ কথা বলেন।
সমিতির সভাপতি নীতিময় খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতœ চাকমা এবং বিচিতলা আর্মি ক্যাম্প কমান্ডার লে: মো: আরিফ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুরী আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০৪১ সালে এদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশের পরিণত হবে।
তিনি বলেন, খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এ ইউনিয়নে পৌনে ৪ কোটি টাকার উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে জানিয়ে আগামী অর্থ বছরে “বিচিতলা ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর কার্যালয় করে দেওয়াসহ জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.