খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কমিউনিটি পুলিশিং শনিবার সভা সম্পন্ন হয়েছে।
পানছড়ি থানা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ ওহিদুজ্জামান। পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ আঃ জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার আঃ মজিদ বিপিএম, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া প্রমূখ।
স্বাগত বক্তব্যে রাখেন কমিউনিটি পুলিশিং এর আহবায়ক ও পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচংগ্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মোফাজ্জল হোসেন ইলিয়াছ, সাংবাদিক শাহজাহান কবির সাজু, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ নাছির, আনসার ভিডিপি কমান্ডার কামরুল আহসান শিবলী, অপরাজিতা খীসা, মোঃ রমজান আলী প্রমূখ।
“পুলিশই জনতা- জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ২০বিজিবি লোগাং জোনের প্রতিনিধি, রহমত আলী, পানছড়ি সাব জোনের জোন কমান্ডার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মৃত্যুঞ্জয় দেবনাথ, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ৫নং উল্টাছড়ি ইউপির চেয়ারম্যান সুব্রত চাকমা, যুবলীগ সাধারণ সম্পাদক নাজির মাহমুদসহ উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ, নির্বাচিত জন প্রতিনিধি, ব্যবসায়ীগন।
পানছড়ি থানার এসআই তৌহিদুল ইসলামের সঞ্চালিত সভায় কোরআন তিলাওয়াত করেন, পানছড়ি থানা মসজিদের ঈমাম ওহিদুর রহমান, গীতা পাঠ করেন সিপাহী প্রিয়তোষ দাশ ও ত্রিপিটক পাঠ করেন এসআই সমর বড়ুয়া।
সভায় প্রধান অতিথি বলেন, আপনারা সার্বিক দিক বিবেচনা করে এলাকার আইন শৃংখ্যলা নিয়ন্ত্রনে রাখতে আইন শৃংখ্যলা বাহীনিকে সহযোগীতা করতে হবে। নির্বাচনের সময় যাতে কোন প্রকার বিশৃংখ্যলা না হয় তাও খেয়াল রাখার পাশাপাশি পুলিশকে সহযোগীতা করতে হবে।
এসময় বিষেশ অতিথি ও খাগড়াছড়ি পুলিশ সুপার আঃ মজিদ বিপিএম বলেন, মোটর সাইকেল চালকদের হ্যালমেট ব্যবহার করতে হবে, ২ জনের বেশী বহণ করা যাবে না, হোন্ডা ও চালকের অবশ্যই লাইন্সেস থাকতে হবে। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রনের ব্যাপারে বলেন, মাদক দ্রব্য সেবনকারী ও বিক্রয়কারী যতই শক্তিশালী হউক তাকে আইনের আওতায় আনতে হবে। পানছড়ি থানাটি অত্যান্ত অবহেলিত উল্ল্যেখ করে তিনি বলেন, থানার গাড়ী সমস্যা সমাধানের জন্য তার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.