রোববার বান্দরবান রুমা উপজেলার বগালেকে পানিতে ডুবে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সাত্তাউল ইমতিয়াজ (২৬)।
সূত্রে জানা গেছে, রোববার সকালে বন্ধুদের নিয়ে শহরে পৌছে সাত্তাউল ইমতিয়াজ। ওই দিন দুপুরে তারা রুমা উপজেলা বগালেকে পৌছায়। পৌছার পরই কয়েকজন বন্ধুকে নিয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ঠ লেগের পানিতে সাতার কাটতে নামেন তিনি। এরপর বগালেকে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার বাড়ি ঢাকার মিরপুর এলাকায়। তার বাবার নাম শফিউল আলম।
রুমা উপজেলা থানা ওসি মো: শরিফুল ইসলাম জানান, ৭-৮জন বন্ধু নিয়ে বগালেকে ঘুরতে আসে ঢাকা মেডিকেলের ছাত্র সাত্তাউল ইমতিয়াজ। প্রাথমিক তদন্তে বগালেকের পানিতে সাতার কাটতে গিয়ে তার মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.