লামা পৌরসভার লামা বাজার ও নয়াপাড়া এলাকায় পাগলা কুকুরের কামড়ে ৮জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, মোঃ হানিফ (৪০), মোঃ এহসান(৪), অরবিন্দু ধর(৪৬), মোঃ রেজাউল হক(৪০), রমজান আলী(৭৫), জ হাই চিং মার্মা(১৭)।
জানা গেছে, লামা পৌরসভার লামা বাজার ও নয়াপাড়া এলাকায় শুক্রবার রাত ১০টায় আকস্মিকভাবে ৩টি পাগলা কুকুরে কামড়ে ৮জন গুরুতর আহত হন। এছাড়া আরো ২জন লামা বাজার নার্গিস ফার্মেসি থেকে চিকিৎসা গ্রহণ করায় তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় এলাকাবাসির মাঝে আতংকে রয়েছেন।
অপরদিকে মোঃ এহসান(৪) এর অবস্থা অত্যান্ত আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুকুরের কামড়ে আক্রান্ত সবাই লামা পৌরসভার বাসিন্দা।
লামা হাসপাতালের কর্তব্যরত সহকারী মেডিকেল অফিসার ডাঃ সুভাষ চন্দ্র বিশ্বাস সত্যতা নিশ্চিত করে বলেন, সকলের শরীরে একাধিক কুকুরের কামড় রয়েছে। কুকুরগুলো পাগল হওয়ায় প্রাণের ঝুকিও রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.