• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
অপহরণের আট দিন পর কাউখালীতে পোলট্রি খামারী মামুনের বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার                    পার্বত্য চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্যাঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে                    নানান আয়োজনে রাবিপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন                    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু                    রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    
 
ads

থানছিতে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

Published: 18 Apr 2016   Monday

বান্দরবানের আলীকদম-থানছি সড়কের ২৮কিলোমিটার এলাকার ডিম পাহাড় থেকে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ তাদের গলিত লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, আবু বকর (৪০), সাহাব উদ্দিন (২৫) ও আবছার আলী(৩৫)। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ  চারজনকে আটক করেছে। 

 

স্থানীয় সূত্র জানায়, মো: আবু বক্কর (৪০) দীর্ঘ দিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত। গরু বিক্রির কথা বলে তাকে থানছি-আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে মোটর সাইকেল চালকসহ আরো দুই সঙ্গী ছিল। এরা হলেন, সাহাব উদ্দিন (৩২) ও আবছার আলী (৩৫)। ওই এলাকায় পৌছার পর সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। ব্যবসায়ীর সঙ্গে থাকা গরু কেনার জন্য নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এরপর পরিবারের কাছ থেকে মোবাইল ফোনে অপহরণ হওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে আরো ৫০ হাজার টাকা আদায় করে সন্ত্রাসীরা দাবি পরিবারের। অপহরণ হওয়ার বিষয়টি আলীকদম থানায় জিডি করা হলে তাদেরকে উদ্ধারে জন্য যৌথবাহিনী উদ্ধার অভিযানে নামে।


এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে  শনিবার চারজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, রবাট ত্রিপুরা ও জীবন ত্রিপুরা, জসিম উদ্দিন ও জন ত্রিপুরা। তাদের জিজ্ঞাসাবাদে থানছি-আলীকদম সড়কের ২৯ কিলোমিটার এলাকার রুমবেত ছড়া থেকে দুপুর সাড়ে তিনটার দিকে তিন জনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তাদের বাড়ি আলীকদম উপজেলা সদরে।


পুলিশ ধারণা করছে এ অপহরণ ও হত্যাকান্ডের সঙ্গে ত্রিপুরা সম্প্রদায়ের বিপদগামী যুবকেরা জড়িত রয়েছে। তাদের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ রয়েছে। এই গ্রুপটি পাহাড়ী ন্যাশনাল পার্টি (পিএনপি) নামে নতুন আত্বপ্রকাশ ঘটেছে থানছি-আলীকদম সীমান্ত এলাকায়।

 

থানছি সদরের ইউপি চেয়ারম্যান মাংসা ম্রো জানান, গত শুক্রবার বিকালে থানছি সদরের জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দুই ব্যক্তি ডিমপাহাড় এলাকায় গরু বিক্রির করবে বলে অপহৃতদের বলে। গরু ব্যবসায়ীরা নগদ ৩ লাখ টাকা নিয়ে সেখানে গেলে তিন গরু ব্যবসায়ীকে অপহরণ করে। আটক করে এবং টাকাসহ গভীর জংগলে নিয়ে যায়। পরে এসব গরু ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার মিথ্যা আশ্বাসে দুর্বৃত্তরা বিকাশের মাধ্যমে শনিবার সকালে আরো ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।


থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম জানান, অপহৃত তিনজনের বাড়ি আলীকদম উপজেলা সদরে। গরু বিক্রি করার কথা বলে তাদেরকে সন্ত্রাসীরা অপহরণ করে। সোমবার দুপুরে থানছির দুর্গম রুমবেত ছড়া থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

 

এদিকে, তিন জনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার বিকেলে আলীকদম উপজেলায় স্থানীয়রা বাজারে মিছিল বের করেন। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা দুজনকে মারধর করে।তাদেরকে অাহত অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

আলীকদম থানার ওসি তোফেলা রাজু নাহা জানান, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে পুলিশের টহল বাড়ানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ