চাকুরী জাতীয়করণের দাবীতে রোববার রাঙামাটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছেন।
রাঙামাটি পৌর কর্মচারী সংসদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে পৌর সভার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি এ কে এম বশীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক সনত কান্তি বড়ুয়া, ফিরোজ আল মাহামুদ সোহেল, বিপ্লব মজুমদার, রেজাউল করিম।
পরে পৌর কর্মচারী সংসদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যম প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন।
বক্তারা পৌর কর্মচারীদের পেনশন সুবিধাসহ সরকারী বেতন-ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.