মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৬-১৭ অর্থ বছরে পরামর্শক কমিটি-এর সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি।
সভায় উপস্থিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: কামাল উদ্দিন তালুকদার, বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষসহ সদস্য- অর্থ শাহীনুল ইসলাম, সদস্য-বাস্তবায়ন মোঃ মনজুরুল আলম, সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া।
এছাড়া সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটি সভার সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চীফ এর প্রতিনিধি শান্তি বিজয় চাকমা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্রাগ্য মারমা, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.চৌধুরী, খাগড়াছড়ি জেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, বাঘাইছড়ি উপজেলা খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান অমলেন্দু চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা ১১৯ নং ভার্য্যাতলী মৌজা হেডম্যান থোয়াই অং মারমা, খাগড়াছড়ি জেলা ২৪২ নং পুজজগাং মৌজা হেডম্যান সুইহ্লাপ্রু চৌধুরী, বান্দরবান জেলার সুধাংশু চক্রবর্তী, রাঙামাটি জেলা অবসরপ্রাপ্ত শিক্ষক বাদল চন্দ্র দে, খাগড়াছড়ি জেলা সাবেক জেলা পরিষদ সদস্য ভূবন মোহন ত্রিপুরা, রোয়াংছড়ি উপজেলা ৩১৬ নং বেতছড়া মৌজা হেডম্যান হ্লাথোয়াই হ্রী মারমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মূল আলোচ্য বিষয়গুলো মধ্যে ছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গেল বছরের ৭জুন মাসে অনুষ্ঠিত পরামর্শক কমিটি সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্তির জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা (কোড নং-৭০৩০) এর নতুন স্কিম/প্রকল্প বাছাই এবং বিবিধ আলোচনা।
সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ২০১৬-১৭ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সরাসরি মানুষের উপকৃত হবে এধরনের প্রকল্প/স্কিম গ্রহণের অগ্রাধিকার দেয়া হবে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন স্কিম/প্রকল্পসমূহ প্রথমে অগ্রাধিকার দিয়ে সীমিত আকারে ২০১৬-১৭ অর্থ বছরের জন্য নতুন স্কিম/প্রকল্প নেয়া হবে। তিনি সহজেই বাস্তবায়ন করা যায় এমন স্কিম/প্রকল্প যাতে গ্রহণ করতে পারি সেইসব স্কিম/প্রকল্পের সুপারিশ অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা জন্য পরামর্শক কমিটি সম্মানিত সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১৬ সদস্য বিশিষ্ট একটি পরামর্শক কমিটি রয়েছে। প্রতি বছরের ন্যায় নতুন অর্থ বছরের শুরুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে পরামর্শক কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন। এছাড়া তিন পার্বত্য জেলার তিনজন সার্কেল চীফ, তিন পার্বত্য জেলার তিনজন উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা তিনজন হেডম্যান এবং তিন পার্বত্য জেলার তিন জন বেসামরিক গণ্যমান্য ব্যক্তি এ পরামর্শ কমিটির সদস্য রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.