মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার জুরাছড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
“জল আছে যেখানে - মাছ চাষ সেখানে” স্লোগানকে সামনে রেখে উপজেলা মৎস্য অধিদপ্তরে উদ্যোগে আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভয় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমাসহ সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুতাবপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করেন অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, পার্বত্য এলাকায় ছোট ছোট ছড়া ও ঘোনায় বাঁধ দিয়ে যথাযথ ভাবে মাছ চাষ করা সম্ভব হলে এলাকায় অর্থনৈতিক ভাবে উন্নয়ন সাধিত হবে। এলাকাবাসীর সহযোগীতায় এসব ছড়া ও ঘোনায় বাধঁ দিয়ে মৎস্য চাষের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বতমান সরকার পার্বত্য এলাকায় ছোট ছোট বাঁধ নির্মামে মাধ্যমে মৎস্য চাষের উপযোগী করার লক্ষে কোটি কোটি টাকা ব্যয় করছে। অথচ এসব বাঁধ যথাযথ রক্ষণাবেক্ষনের অভাবে ভেঙ্গে পারছে। এছাড়া পাহাড়ী জনগোষ্ঠী আর্থিক অসচ্চলতার কারণে মৎস্য চাষে ব্যর্থ হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.