বৃহস্পতিবার রাঙামাটিতে দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। রাঙামাটির করদাতা ও ব্যবসাসীদের আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কর অঞ্চল-৩ এ মেলার আয়োজন করে।
রাঙামাটি চেম্বার অব কর্মাস মিলনায়তনে আয়কর মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। অনুষ্ঠান শেষে ফিরোজা বেগম চিনু এমপি তার আয়কর রির্টান দাখিল করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি আয়কর দেশের মূল চালিকা শক্তি উল্লেখ করে দেশের উন্নয়নে প্রত্যেককে কর প্রদানের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.